দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব অ্যাকাউন্টে ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা রয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
তানজির আহমেদ বলেন, সাবেক ভূমিমন্ত্রী, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্টদের এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।
আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের সাত সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়। অনুসন্ধানকালে সাবেক মন্ত্রী ও তাঁর পরিবারের নামে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে দুদক জানতে পারে, সাইফুজ্জামান, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্টরা এসব শেয়ার অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে পারেনি।
এমন পরিস্থিতিতে এসব বিও হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ১৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে তাঁর দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
তারও আগে গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
গত ৫ মার্চ সাবেক মন্ত্রীর ৩৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। এরপর গত ৯ মার্চ তাঁর ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ ও ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেন আদালত।