হোম > জাতীয়

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের শান্তিপূর্ণ অবস্থা ও উন্নয়নের জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্যমান শান্তিপূর্ণ অবস্থা ও উন্নয়নের জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবনে সদ্যসমাপ্ত ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

৭ সেপ্টেম্বর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন বিষয়কমন্ত্রী কিষাণ রেড্ডির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল বলে লিখিত বক্তব্যে জানান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘তিনি (কিষাণ রেড্ডি) বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, জনগণের মধ্যকার যোগাযোগ এবং কানেকটিভিটির ওপর গুরুত্বারোপ করেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্যমান শান্তিপূর্ণ অবস্থা ও উন্নয়নের জন্য আমাদের ভূমিকার প্রশংসা করেন।’

দেশটির পররাষ্ট্রমন্ত্রী শ্রী এস. জয়শঙ্করকের সঙ্গে হওয়া বৈঠকের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কোভিড মহামারির পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় দুই দেশের সহযোগিতা আরও বাড়ানো উচিত বলে মত প্রকাশ করেন।’

সরকারপ্রধান বলেন, ‘বিজনেস ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশের চিত্র ভারতীয় ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হয় এবং তাঁদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছি।’

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস