হোম > জাতীয়

দেশে টিকা উৎপাদনে সহায়তা করবে ইউনিসেফ: স্বাস্থ্যমন্ত্রী

টিকা উৎপাদনে বাংলাদেশকে সহায়তা করবে শিশুদের নিয়ে কাজ করা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনিসেফ। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ রোববার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট ও হেলথ সেকশনের চিফ মায়া ভ্যানডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানিয়েছেন। 

ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘ইউনিসেফ করোনার সময় গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নানাভাবে সহযোগিতা করেছে। এখন জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ টিকা পাওয়া নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্ব সহ স্বাস্থ্য খাতের অন্যান্য দিক নিয়েও জাতিসংঘের এই সংস্থাটি দেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।’ 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘নিরাপদ মাতৃত্ব, টিকা কার্যক্রমকে ফলপ্রসূ করা, দেশে টিকা উৎপাদনে সহায়তা করা, তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামো নির্মাণ করাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ইউনিসেফ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া, শিশুদের জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণেও আগ্রহ দেখিয়েছে তারা।’ 

বৈঠকে জাতিসংঘের শিশু তহবিলের প্রতিনিধি দল করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। দেশের স্বাস্থ্য খাত আগের থেকে আরও উন্নত হচ্ছে বলেও তারা জানান। টিকাদানে বাংলাদেশকে বিশ্বের একটি উদাহরণ হিসেবেও উল্লেখ করেন তাঁরা।

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব