নিলাম বিজয়ী হয়ে মূল্য পরিশোধের পর জমি বুঝিয়ে না দেওয়ায় রেলওয়ের (চট্টগ্রাম) চিফ এস্টেট এবং বিভাগীয় এস্টেট কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। এই বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১ জুন তাঁদেরকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নিলাম বিজয়ী নাদিরা সুলতানার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আলী হায়দার। ব্যারিস্টার পল্লব বলেন, চট্টগ্রামের বেগম নাদিরা সুলতানা ১৯৯৮ সালে বাংলাদেশ রেলওয়ের জমি বিক্রয়ের একটি দরপত্রে অংশগ্রহণ করেন। ওই সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৯ দশমিক ৭৫ কাঠা জমি ক্রয়ের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন এবং জমির মূল্য পরিশোধ করেন।
ব্যারিস্টার পল্লব আরও বলেন, বেগম নাদিরা সুলতানা ২৪ বছর আগে জমির মূল্য পরিশোধ করলেও জমি দলিল করে দেয়নি রেল কর্তৃপক্ষ। তাই জমি দলিল করে দেওয়া এবং দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে তিনি রিট দায়ের করেছিলেন ২০১৮ সালের ডিসেম্বরে। হাইকোর্ট ২০১৯ সালে রুল জারি করেন। ওই রুল শুনানিতে দুই কর্মকর্তাকে তলব করা হয়েছে।