হোম > জাতীয়

রেলের দুই কর্মকর্তাকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিলাম বিজয়ী হয়ে মূল্য পরিশোধের পর জমি বুঝিয়ে না দেওয়ায় রেলওয়ের (চট্টগ্রাম) চিফ এস্টেট এবং বিভাগীয় এস্টেট কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। এই বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১ জুন তাঁদেরকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নিলাম বিজয়ী নাদিরা সুলতানার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আলী হায়দার। ব্যারিস্টার পল্লব বলেন, চট্টগ্রামের বেগম নাদিরা সুলতানা ১৯৯৮ সালে বাংলাদেশ রেলওয়ের জমি বিক্রয়ের একটি দরপত্রে অংশগ্রহণ করেন। ওই সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৯ দশমিক ৭৫ কাঠা জমি ক্রয়ের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন এবং জমির মূল্য পরিশোধ করেন।

ব্যারিস্টার পল্লব আরও বলেন, বেগম নাদিরা সুলতানা ২৪ বছর আগে জমির মূল্য পরিশোধ করলেও জমি দলিল করে দেয়নি রেল কর্তৃপক্ষ। তাই জমি দলিল করে দেওয়া এবং দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে তিনি রিট দায়ের করেছিলেন ২০১৮ সালের ডিসেম্বরে। হাইকোর্ট ২০১৯ সালে রুল জারি করেন। ওই রুল শুনানিতে দুই কর্মকর্তাকে তলব করা হয়েছে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন