হোম > জাতীয়

৫ আগস্টের আগে কাজে যোগ না দিলে সমস্যা হবে না : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর বিধিনিষেধের মধ্যে রপ্তানিমুখী শিল্পকারখানায় কাজে যোগ না দিলে সেসব প্রতিষ্ঠানের কর্মীদের চাকরি যাবে না বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন। তিনি বলছেন, যেসব কর্মী ঢাকায় রয়েছেন, তাঁদের নিয়ে রোববার থেকে স্বল্প পরিসরে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে।

করোনা মহামারির মধ্যে ১ থেকে ১৪ জুলাই প্রথম দফায় এবং ২৩ জুলাই থেকে দ্বিতীয় দফার কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। ২৩ জুলাই থেকে শুরু হওয়া বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্পকারখানা বন্ধ রাখা হলেও শিল্প মালিকদের দাবির মুখে রোববার সকাল থেকে রপ্তানিমুখী সব শিল্পকারখানা খোলার অনুমতি দিয়েছে সরকার। এর পর থেকে শ্রমিকেরা ঢাকায় আসতে শুরু করেছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্টের আগে ঢাকায় না ফিরলে কোনো শ্রমিকেরই সমস্যা হবে না। কারণ, সেই শর্ত দিয়েই রপ্তানিমুখী কারখানা খোলার অনুমতি দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বিজিএমইএ, বিকেএমইএর নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদে যাঁরা (যেসব শ্রমিক) বাড়ি যাননি এবং ঈদের পর যাঁরা ফিরে এসেছেন, তাঁদের নিয়ে ছোট পরিসরে ১ আগস্ট থেকে কারখানা খুলবেন তাঁরা। আর আগামী ৫ আগস্টের পর ধাপে ধাপে কর্মচারীদের নিয়ে আসবেন। ফলে ৫ আগস্টের আগে কোনো কর্মচারী কাজে যোগ না দিলে (তাঁদের) কারও চাকরি যাবে না, কোনো সমস্যা হবে না।’

আগামী ৫ আগস্টের পরও লকডাউন থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আগামী ৩ বা ৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, ‘আমাদের কাছে অনেকগুলো পরামর্শ আছে। বিকল্প কী হতে পারে, সে বিষয়েও আমরা ভাবছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন