হোম > জাতীয়

আসিফ-নাহিদসহ ৪ উপদেষ্টাকে পঙ্গু হাসপাতালে উপস্থিত হওয়ার আলটিমেটাম

আজকের পত্রিকা ডেস্ক­

পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতরা। ছবি: সংগৃহীত

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের রাস্তায় অবস্থান করা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতরা চার উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছেন।

আজ বুধবার রাত ১০টার মধ্যে সমস্যা সমাধানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে পঙ্গু হাসপাতালের সামনে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছেন তাঁরা। রাত ৯টার দিকে তাঁরা এই আলটিমেটাম দেন।

এর আগে একই দিন বেলা সোয়া ১টার দিকে পঙ্গু হাসপাতালের সামনের সড়ক বন্ধ করে সেখানে অবস্থান নেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতরা। রাতে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থানরত আহতদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সমস্যা সমাধানে উপদেষ্টাদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘তিন মাস পর আমার ভাইয়েরা এখনো রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এই সমস্যার সমাধান কীভাবে করা যায়, সে জন্য আমাকে একটু সময় দিন।’

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান। পরে তাঁরা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে এক ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন। সেখানে জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের একাংশ ছিলেন, বাকি আহতরা তৃতীয় তলায় চিকিৎসাধীন। কিন্তু তৃতীয় তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় সেখানে থাকা আহতরা ক্ষোভ প্রকাশ করেন।

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান