হোম > জাতীয়

মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলবে বাংলাদেশের মেট্রোরেল। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুতগতির রেল যুগে প্রবেশ করল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন তিনি। তিনি বলেন, মেট্রোরেল স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন।

আজ বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ী প্রান্তে অনুষ্ঠিত সুধী সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশ দ্রুতগতির রেল যুগে প্রবেশ করল। ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলবে মেট্রোরেল।’

এর আগে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। সুধী সমাবেশের প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

জানা গেছে, দুপুর ২টার দিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লা নুরীসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত আছেন।

মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন: 

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন