হোম > জাতীয়

বাংলাদেশের ভোট ‘খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ হয়েছে: ফিলিস্তিনি পর্যবেক্ষক

ফিলিস্তিনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাহী হিশাম কুহাইল মত দিয়েছেন, সদ্য শেষ হওয়া বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় নির্বাচন নিয়ে আল জাজিরার একটি লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বাংলাদেশের নির্বাচন নিয়ে গণমাধ্যমকে কুহাইল বলেন, ‘আমরা যেসব কেন্দ্র পরিদর্শন করেছি, সব কটিতেই ভোটদানের প্রক্রিয়া খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিল।’ 

বাংলাদেশি সাংবাদিকদের উদ্দেশে কুহাইল আরও বলেন, ‘এমন একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনাদের জনগণের গর্বিত হওয়া উচিত।’

তবে ভোট কেমন পড়েছে, সেই বিষয়ে কুহাইলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি ভোটদানের প্রক্রিয়া বিচারের জন্য। ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারছেন কি না এবং পদ্ধতি অনুযায়ী ভোটদান হচ্ছে কি না, সেগুলোই আমরা দেখেছি।’

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কুহাইল বলেন, ‘দেশের রাজনৈতিক আবহাওয়া বিচারের জন্য আমরা এখানে আসিনি। এটা করতে হলে এখানে আমাকে অন্তত এক মাস অবস্থান করতে হবে।’ 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে।

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ