হোম > জাতীয়

বাংলাদেশের ভোট ‘খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ হয়েছে: ফিলিস্তিনি পর্যবেক্ষক

ফিলিস্তিনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাহী হিশাম কুহাইল মত দিয়েছেন, সদ্য শেষ হওয়া বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় নির্বাচন নিয়ে আল জাজিরার একটি লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বাংলাদেশের নির্বাচন নিয়ে গণমাধ্যমকে কুহাইল বলেন, ‘আমরা যেসব কেন্দ্র পরিদর্শন করেছি, সব কটিতেই ভোটদানের প্রক্রিয়া খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিল।’ 

বাংলাদেশি সাংবাদিকদের উদ্দেশে কুহাইল আরও বলেন, ‘এমন একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনাদের জনগণের গর্বিত হওয়া উচিত।’

তবে ভোট কেমন পড়েছে, সেই বিষয়ে কুহাইলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি ভোটদানের প্রক্রিয়া বিচারের জন্য। ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারছেন কি না এবং পদ্ধতি অনুযায়ী ভোটদান হচ্ছে কি না, সেগুলোই আমরা দেখেছি।’

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কুহাইল বলেন, ‘দেশের রাজনৈতিক আবহাওয়া বিচারের জন্য আমরা এখানে আসিনি। এটা করতে হলে এখানে আমাকে অন্তত এক মাস অবস্থান করতে হবে।’ 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে।

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে