হোম > জাতীয়

নির্বাচনের দুই সপ্তাহ আগে ঢাকায় আসবেন ৫ মার্কিন বিশেষজ্ঞ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র পাঁচজন বিশেষজ্ঞ বাংলাদেশে পাঠাচ্ছে। দেশটির দুই প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে পাঁচ বিশেষজ্ঞ পাঠানোর কথা জানিয়েছে।

গত সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো এক যৌথ চিঠিতে এনডিআই ও আইআরআই বলেছে, সংস্থা দুটি বাংলাদেশে ভোট দেখতে চারজন বিশেষজ্ঞ ও একজন বিশেষজ্ঞ সমন্বয়কারী পাঠাবে। ভোট গ্রহণের দিনের প্রায় দুই সপ্তাহ আগে তাঁরা বাংলাদেশে পৌঁছাবেন। নির্বাচনের পরিস্থিতির ওপর ভিত্তি করে তাঁরা ছয় থেকে আট সপ্তাহ এখানে অবস্থান করবেন। 

আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের কথা রয়েছে। 

শান্তিপূর্ণ অনুষ্ঠানের জন্য মার্কিন সরকার গত মে মাস থেকে তাগিদ দিয়ে আসছে। গণতান্ত্রিক নির্বাচনের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাঁর ওপর দেশটি ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। 

এনডিআইয়ের জেমি স্পাইকারম্যান ও আইআরআইয়ের স্টিফেন চিমারের যৌথ স্বাক্ষরে নির্বাচন কমিশনে চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, নির্বাচনে সহিংসতার জন্য কারা দায়ী এবং গণতান্ত্রিক রাজনীতিতে তা কী প্রভাব ফেলবে, তা মূল্যায়ন করবেন বিশেষজ্ঞ দলটি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা, অন্তর্দলীয় কোন্দলের জন্য সহিংসতা, সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি সহিংসতা ও অনলাইনে হুমকিসহ নানা বিষয় বিবেচনায় নেবেন তাঁরা। 

এর বাইরে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সহিংসতার ক্ষেত্রে কী ভূমিকা পালন করে, তার ওপরও মার্কিন বিশেষজ্ঞরা নজর রাখবেন বলে চিঠিতে বলা হয়েছে। 

বিশেষজ্ঞদের সফর শেষে এনডিআই ও আইআরআই একটি প্রতিবেদন প্রকাশ করবে। নির্বাচনে সহিংসতা এড়াতে ভবিষ্যতে কী করা যেতে পারে, সে বিষয়েও সুপারিশ করবে মার্কিন সংস্থা দুটি।

প্রতি ভোটকেন্দ্রে থাকবে অন্তত ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা–১০: দ্বৈত নাগরিকত্বে আটকে গেলেন বিএনপির প্রার্থী গফুর, হাইকোর্টও ফিরিয়ে দিলেন তাঁকে

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

ভোটের আগের দিন সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব

৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

বেশি বেতনের লোভ দেখিয়ে পাচার, মিয়ানমার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি দেশে ফিরছেন

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না: ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী ১৯৮১ জন