হোম > জাতীয়

রওশন এরশাদ আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিরোধীদলীয় নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ। বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। 

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানান তাঁর সহকারী একান্ত সচিব মামুন হাসান। রওশন এরশাদের আরোগ্য কামনায় তাঁর ছেলে রাহ্গীর আলমাহি সাদ এরশাদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

মামুন হাসান আজকের পত্রিকাকে জানান, গত শনিবার সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে আনা হয় রওশন এরশাদকে। এ সময় চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে তাঁর অক্সিজেনের মাত্রা কম পান। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কোভিড জনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন–ডাই–অক্সাইডের পরিমাণ বৃদ্ধি জনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। 

এর আগে ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে সিএমএইচে ভর্তি হন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ওই সময় তাঁর করোনা পরীক্ষা করানো হলেও ফল নেগেটিভ আসে। তবে বার্ধক্যজনিত নানা সমস্যায় অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। যে কারণে হাসপাতালে রেখেই চিকিৎসা ও নানা পরীক্ষা–নিরীক্ষা চলে। গত ২৩ মে সন্ধ্যায় বাসায় ফেরেন রওশন এরশাদ।

‘আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান’, ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে বললেন ফজলুর রহমান

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

বাংলাদেশের ‘অভ্যুদয় ঠেকাতে’ জাতিসংঘে ভোট পাস

ভারত থেকে আসছে মাদক: ভোটের আগে নেশার বাণিজ্য

অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির পথ খুলল নতুন নীতিমালায়

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানাল ইসি

বিচারকেরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না—কাঠগড়ায় সাংবাদিক দুররানীর প্রশ্ন

চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণের পর কারাগারে নওরোজ সম্পাদক দুররানী

সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার ১ কোটি টাকা প্রতারণার মামলা