হোম > জাতীয়

রওশন এরশাদ আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিরোধীদলীয় নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ। বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। 

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানান তাঁর সহকারী একান্ত সচিব মামুন হাসান। রওশন এরশাদের আরোগ্য কামনায় তাঁর ছেলে রাহ্গীর আলমাহি সাদ এরশাদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

মামুন হাসান আজকের পত্রিকাকে জানান, গত শনিবার সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে আনা হয় রওশন এরশাদকে। এ সময় চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে তাঁর অক্সিজেনের মাত্রা কম পান। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কোভিড জনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন–ডাই–অক্সাইডের পরিমাণ বৃদ্ধি জনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। 

এর আগে ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে সিএমএইচে ভর্তি হন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ওই সময় তাঁর করোনা পরীক্ষা করানো হলেও ফল নেগেটিভ আসে। তবে বার্ধক্যজনিত নানা সমস্যায় অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। যে কারণে হাসপাতালে রেখেই চিকিৎসা ও নানা পরীক্ষা–নিরীক্ষা চলে। গত ২৩ মে সন্ধ্যায় বাসায় ফেরেন রওশন এরশাদ।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ