হোম > জাতীয়

রওশন এরশাদ আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিরোধীদলীয় নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ। বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। 

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানান তাঁর সহকারী একান্ত সচিব মামুন হাসান। রওশন এরশাদের আরোগ্য কামনায় তাঁর ছেলে রাহ্গীর আলমাহি সাদ এরশাদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

মামুন হাসান আজকের পত্রিকাকে জানান, গত শনিবার সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে আনা হয় রওশন এরশাদকে। এ সময় চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে তাঁর অক্সিজেনের মাত্রা কম পান। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কোভিড জনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন–ডাই–অক্সাইডের পরিমাণ বৃদ্ধি জনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। 

এর আগে ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে সিএমএইচে ভর্তি হন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ওই সময় তাঁর করোনা পরীক্ষা করানো হলেও ফল নেগেটিভ আসে। তবে বার্ধক্যজনিত নানা সমস্যায় অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। যে কারণে হাসপাতালে রেখেই চিকিৎসা ও নানা পরীক্ষা–নিরীক্ষা চলে। গত ২৩ মে সন্ধ্যায় বাসায় ফেরেন রওশন এরশাদ।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব