হোম > জাতীয়

ইটভাটা বন্ধ না করায় বিভাগীয় কমিশনার, ডিসিসহ ৮ জনকে হাইকোর্টে তলব

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

অবৈধ ইটভাটা বন্ধের আদেশ প্রতিপালন না করায় তিন বিভাগীয় কমিশনার, তিন জেলা প্রশাসক এবং দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। তাঁদের আগামী ১২ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।

যাঁদের হাজির হতে বলা হয়েছে, তাঁরা হলেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনার। আর নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং সাভার ও ধামরাই উপজেলার নির্বাহী অফিসার।

সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর এবং ২০২৪ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট নির্দেশনা দিয়েছিলেন।

মনজিল মোরসেদ বলেন, বিভাগীয় কমিশনাররা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গত বছরের ২৮ নভেম্বর আবারও প্রতিটি বিভাগের কমিশনারদের অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরও পদক্ষেপ না নেওয়ায় আটজনকে তলব করা হয়েছে।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ