হোম > জাতীয়

ইটভাটা বন্ধ না করায় বিভাগীয় কমিশনার, ডিসিসহ ৮ জনকে হাইকোর্টে তলব

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

অবৈধ ইটভাটা বন্ধের আদেশ প্রতিপালন না করায় তিন বিভাগীয় কমিশনার, তিন জেলা প্রশাসক এবং দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। তাঁদের আগামী ১২ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।

যাঁদের হাজির হতে বলা হয়েছে, তাঁরা হলেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনার। আর নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং সাভার ও ধামরাই উপজেলার নির্বাহী অফিসার।

সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর এবং ২০২৪ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট নির্দেশনা দিয়েছিলেন।

মনজিল মোরসেদ বলেন, বিভাগীয় কমিশনাররা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গত বছরের ২৮ নভেম্বর আবারও প্রতিটি বিভাগের কমিশনারদের অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরও পদক্ষেপ না নেওয়ায় আটজনকে তলব করা হয়েছে।

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার