আজকের পত্রিকা ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৫ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা-ময়মনসিংহ সড়কে আলী হোসেন নামের একজন নিহতের ঘটনায় রোববার (৮ ডিসেম্বর) এ মামলা করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালতে মামলাটি করেন বাদী মো. মফিজুল ইসলাম সানা। নিজেকে ভুক্তভোগীর স্বজন বলে জানান তিনি।
মামলার অন্য আসামিদের মধ্যে আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদের, আনিসুল হক, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হারুন অর রশিদ প্রমুখের নাম রয়েছে।