সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৮ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ স্থগিত হওয়ার খবরটি ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে তথ্য অধিদফতর (পিআইডি)। এ ধরনের অপপ্রচার বন্ধে সতর্কতা ও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আজ বুধবার (১০ জুলাই) তথ্য অধিদফতর (পিআইডি) তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা ও ডিজিটাল অফিসার মোহাম্মদ নায়েহুদ্দিন হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৮ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ স্থগিত সম্পর্কিত যে তথ্য ছড়িয়ে পড়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’