নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারা অধিদপ্তরের ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি করা হয়েছে। আজ বুধবার অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, কারা অধিদপ্তরের ৩৩ ডেপুটি জেলারকে বদলি করা হয়েছে। বদলি হওয়া ডেপুটি জেলারদের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, যশোর, টাঙ্গাইল, দিনাজপুর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ বেশ কয়েকটি জেলার ডেপুটি জেলার রয়েছেন।
জনস্বার্থে জারি করা এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে মর্মে আদেশে উল্লেখ করা হয়েছে।