হোম > জাতীয়

হজযাত্রীদের ভোগান্তি, দুই এয়ারলাইনসকে সতর্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদিয়া এয়ারলাইনসের কারণে বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। এ কারণে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ও বেশ ক্ষুব্ধ। তাই বাংলাদেশিদের হজে নিয়ে যাওয়া দুটি এয়ারলাইনসকেই গত বৃহস্পতিবার (১৬ জুন) চিঠি দিয়ে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এরপরও এয়ারলাইনসগুলো দায়িত্ব পালনে সতর্ক না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদিয়া এয়ারলাইনসের শিডিউল ফ্লাইটে প্রায় প্রতিদিনই মদিনাগামী হজযাত্রীদের জেদ্দায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ৪৫০ কিলোমিটার দূরের মদিনায় তাদের নিয়ে যাওয়া হচ্ছে সড়কপথে। দীর্ঘ বিমান ভ্রমণের পর আবার এত দূরের পথ সড়কে পাড়ি দিতে গিয়ে অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছেন হজযাত্রীরা। কারণ তাঁদের বেশির ভাগই বৃদ্ধ ও নারী। হজযাত্রীদের এমন ভোগান্তির কারণে ক্ষুব্ধ সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলামকে ডেকে পাঠান। 

তারা জানায় যে, রুট টু মক্কা করা হয়েছে হজযাত্রীদের কষ্ট লাঘবের জন্য। অথচ মদিনাগামী বাংলাদেশি হজযাত্রীদের জেদ্দায় এনে কষ্ট দেওয়া হচ্ছে। তাই এমন কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশকে অনুরোধ জানায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ কারণে মদিনাগামী কোনো হজযাত্রীকে যেন জেদ্দাগামী বিমানে না পাঠানো হয়, দুটি এয়ারলাইনসকে সেই নির্দেশ দিয়েছে এ দেশের ধর্ম মন্ত্রণালয়। 

এ বিষয়ে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এয়ারলাইনসের কারণে হজযাত্রীরা যাতে আর দুর্ভোগে না পড়েন, এ বিষয়ে আমরা দুটি এয়ারলাইনসকে চিঠি দিয়ে সতর্ক করেছি। এরপরও যদি এমন ঘটনা ঘটে তাহলে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যায় ৫ জুন। চলবে ৪ জুলাই পর্যন্ত। গত বৃহস্পতিবার পর্যন্ত ৪২টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ১৫ হাজার ৭২৪ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার গেছেন ৩ হাজার ৩৮৫ এবং বেসরকারি ব্যবস্থাপনার ১২ হাজার ৩৩৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৪টি হজ ফ্লাইট পরিচালনা করেছে, সৌদি এয়ারলাইনস ১৩টি এবং পাঁচটি ফ্লাইট পরিচালনা করেছে ফ্লাইনাস। সরকারি ব্যবস্থাপনায় এ বছর ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ মোট ৫৭ হাজার ৫৮৫ হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ আগামী ৮ জুলাই।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির