হোম > জাতীয়

২০ দিন দেশে থাকছেন না স্বাস্থ্যমন্ত্রী, যাচ্ছেন যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড সফরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০ দিনের সফরে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় তাঁর স্ত্রী রান্তা সেন এবং ব্যক্তিগত সচিব কমল কুমার ঘোষও সঙ্গে অবস্থান করবেন।

ব্রিটিশ হাইকমিশনার ও সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের কাছে পাঠানো স্বাস্থ্যমন্ত্রীর ভ্রমণসূচি থেকে এই তথ্য জানা গেছে।

ভ্রমণসূচিত দেখা যায়, আগামীকাল শনিবার ১১ মে দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। এরপর ১৩ মে হাউস অব কমন্সের একজন শ্যাডো সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৪ মে অক্সফোর্ড টিকা কেন্দ্র পরিদর্শনে যাবেন। ১৫ মে ব্রিটিশ পার্লামেন্টে দিনব্যাপী বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশের সঙ্গে সে দেশের স্বাস্থ্য খাতের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। এদিন ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশন মন্ত্রী ও তাঁর পরিবারের সৌজন্যে ডিনারের আয়োজন করবে। ১৬ মে স্বাস্থ্যমন্ত্রী ওষুধ প্রতিরোধী জীবাণুবিষয়ক এক সেমিনারে যোগদান করবেন।

এরপর ১৭ মে মন্ত্রী লন্ডন থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের উদ্দেশে যাত্রা করবেন এবং ২২ তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করবেন। ২৩ মে তিনি সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার উদ্দেশে যাত্রা করবেন এবং ২৪ মে থেকে ২৯ মে সেখানে তিনি বিশ্বস্বাস্থ্য সম্মেলনে অংশ নেবেন। ওই একই দিনে অর্থাৎ ২৯ মে তিনি দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবেন। ৩০ মে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয় ও অধীনস্ত একাধিক অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, এই দীর্ঘ সময়ে মন্ত্রীর অনুপস্থিতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাময়িক স্থবিরতা সৃষ্টি করবে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন