হোম > জাতীয়

২০ দিন দেশে থাকছেন না স্বাস্থ্যমন্ত্রী, যাচ্ছেন যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড সফরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০ দিনের সফরে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় তাঁর স্ত্রী রান্তা সেন এবং ব্যক্তিগত সচিব কমল কুমার ঘোষও সঙ্গে অবস্থান করবেন।

ব্রিটিশ হাইকমিশনার ও সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের কাছে পাঠানো স্বাস্থ্যমন্ত্রীর ভ্রমণসূচি থেকে এই তথ্য জানা গেছে।

ভ্রমণসূচিত দেখা যায়, আগামীকাল শনিবার ১১ মে দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। এরপর ১৩ মে হাউস অব কমন্সের একজন শ্যাডো সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৪ মে অক্সফোর্ড টিকা কেন্দ্র পরিদর্শনে যাবেন। ১৫ মে ব্রিটিশ পার্লামেন্টে দিনব্যাপী বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশের সঙ্গে সে দেশের স্বাস্থ্য খাতের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। এদিন ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশন মন্ত্রী ও তাঁর পরিবারের সৌজন্যে ডিনারের আয়োজন করবে। ১৬ মে স্বাস্থ্যমন্ত্রী ওষুধ প্রতিরোধী জীবাণুবিষয়ক এক সেমিনারে যোগদান করবেন।

এরপর ১৭ মে মন্ত্রী লন্ডন থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের উদ্দেশে যাত্রা করবেন এবং ২২ তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করবেন। ২৩ মে তিনি সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার উদ্দেশে যাত্রা করবেন এবং ২৪ মে থেকে ২৯ মে সেখানে তিনি বিশ্বস্বাস্থ্য সম্মেলনে অংশ নেবেন। ওই একই দিনে অর্থাৎ ২৯ মে তিনি দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবেন। ৩০ মে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয় ও অধীনস্ত একাধিক অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, এই দীর্ঘ সময়ে মন্ত্রীর অনুপস্থিতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাময়িক স্থবিরতা সৃষ্টি করবে।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর