হোম > জাতীয়

২০ দিন দেশে থাকছেন না স্বাস্থ্যমন্ত্রী, যাচ্ছেন যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড সফরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০ দিনের সফরে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় তাঁর স্ত্রী রান্তা সেন এবং ব্যক্তিগত সচিব কমল কুমার ঘোষও সঙ্গে অবস্থান করবেন।

ব্রিটিশ হাইকমিশনার ও সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের কাছে পাঠানো স্বাস্থ্যমন্ত্রীর ভ্রমণসূচি থেকে এই তথ্য জানা গেছে।

ভ্রমণসূচিত দেখা যায়, আগামীকাল শনিবার ১১ মে দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। এরপর ১৩ মে হাউস অব কমন্সের একজন শ্যাডো সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৪ মে অক্সফোর্ড টিকা কেন্দ্র পরিদর্শনে যাবেন। ১৫ মে ব্রিটিশ পার্লামেন্টে দিনব্যাপী বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশের সঙ্গে সে দেশের স্বাস্থ্য খাতের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। এদিন ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশন মন্ত্রী ও তাঁর পরিবারের সৌজন্যে ডিনারের আয়োজন করবে। ১৬ মে স্বাস্থ্যমন্ত্রী ওষুধ প্রতিরোধী জীবাণুবিষয়ক এক সেমিনারে যোগদান করবেন।

এরপর ১৭ মে মন্ত্রী লন্ডন থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের উদ্দেশে যাত্রা করবেন এবং ২২ তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করবেন। ২৩ মে তিনি সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার উদ্দেশে যাত্রা করবেন এবং ২৪ মে থেকে ২৯ মে সেখানে তিনি বিশ্বস্বাস্থ্য সম্মেলনে অংশ নেবেন। ওই একই দিনে অর্থাৎ ২৯ মে তিনি দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবেন। ৩০ মে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয় ও অধীনস্ত একাধিক অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, এই দীর্ঘ সময়ে মন্ত্রীর অনুপস্থিতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাময়িক স্থবিরতা সৃষ্টি করবে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন