হোম > জাতীয়

এভসেকের নতুন ইউনিফর্ম উদ্বোধন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অধীনস্থ এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর জন্য নতুন ইউনিফর্ম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এই ইউনিফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নতুন ইউনিফর্মটি আধুনিক নিরাপত্তা প্রয়োজন ও পেশাদারিত্ব বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে এভসেক সদস্যদের উপস্থিতি আরও দৃঢ়, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এভসেক সদস্য ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় এভসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ইউনিফর্মেও সেই গুরুত্ব ও মর্যাদার প্রতিফলন থাকা দরকার। নতুন ইউনিফর্ম তাদের মধ্যে পেশাদারিত্ব, ঐক্য এবং আত্মমর্যাদা জাগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে একটি ডেমোনস্ট্রেশন টিম নতুন ইউনিফর্ম পরে উপস্থিত হয়ে তা প্রদর্শন করে। ইউনিফর্মের এই রূপান্তরের মাধ্যমে দেশের বিমানবন্দর নিরাপত্তায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

একই অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান সেন্ট্রাল এয়ারলাইন্সের নতুন কার্গো ফ্লাইট রুটেরও উদ্বোধন করেন। এই রুটে ১ জুলাই থেকে প্রতি সপ্তাহে পাঁচটি কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উহু হুয়ানঝু আন্তর্জাতিক বিমানবন্দরে।

নতুন এই ফ্লাইট রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। ফ্লাইটে তৈরি পোশাক, অ্যাকসেসরিজ, মেশিনারিজ, ফেব্রিক্স, টেক্সটাইল কাঁচামাল এবং রপ্তানিযোগ্য কাঁকড়া, ইল মাছসহ বিভিন্ন সামগ্রী পরিবহন করা হবে। এতে রপ্তানিকারকরা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন এবং আমদানিকারকরা উপকৃত হবেন সময়নিষ্ঠ ও সুবিধাজনক সরবরাহব্যবস্থার মাধ্যমে।

ভোটের আগে নেশার বাণিজ্য

অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির পথ খুলল নতুন নীতিমালায়

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানাল ইসি

বিচারকেরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না—কাঠগড়ায় সাংবাদিক দুররানীর প্রশ্ন

চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণের পর কারাগারে নওরোজ সম্পাদক দুররানী

সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার ১ কোটি টাকা প্রতারণার মামলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

শুধু বিধিবিধান দিয়ে অবৈধ আয় বন্ধ হবে না: পরিকল্পনা উপদেষ্টা

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই: ইসি