হোম > জাতীয়

এভসেকের নতুন ইউনিফর্ম উদ্বোধন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অধীনস্থ এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর জন্য নতুন ইউনিফর্ম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এই ইউনিফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নতুন ইউনিফর্মটি আধুনিক নিরাপত্তা প্রয়োজন ও পেশাদারিত্ব বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে এভসেক সদস্যদের উপস্থিতি আরও দৃঢ়, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এভসেক সদস্য ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় এভসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ইউনিফর্মেও সেই গুরুত্ব ও মর্যাদার প্রতিফলন থাকা দরকার। নতুন ইউনিফর্ম তাদের মধ্যে পেশাদারিত্ব, ঐক্য এবং আত্মমর্যাদা জাগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে একটি ডেমোনস্ট্রেশন টিম নতুন ইউনিফর্ম পরে উপস্থিত হয়ে তা প্রদর্শন করে। ইউনিফর্মের এই রূপান্তরের মাধ্যমে দেশের বিমানবন্দর নিরাপত্তায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

একই অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান সেন্ট্রাল এয়ারলাইন্সের নতুন কার্গো ফ্লাইট রুটেরও উদ্বোধন করেন। এই রুটে ১ জুলাই থেকে প্রতি সপ্তাহে পাঁচটি কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উহু হুয়ানঝু আন্তর্জাতিক বিমানবন্দরে।

নতুন এই ফ্লাইট রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। ফ্লাইটে তৈরি পোশাক, অ্যাকসেসরিজ, মেশিনারিজ, ফেব্রিক্স, টেক্সটাইল কাঁচামাল এবং রপ্তানিযোগ্য কাঁকড়া, ইল মাছসহ বিভিন্ন সামগ্রী পরিবহন করা হবে। এতে রপ্তানিকারকরা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন এবং আমদানিকারকরা উপকৃত হবেন সময়নিষ্ঠ ও সুবিধাজনক সরবরাহব্যবস্থার মাধ্যমে।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন