হোম > জাতীয়

শনিবার থেকে বিমানবন্দরে করোনা পরীক্ষা চালু নিয়ে সংশয় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামীকাল শনিবার থেকে বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষা চালু হওয়ার কথা। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে, শনিবার থেকে করোনা পরীক্ষা শুরু হওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে। মেশিন বসানোর কাজ এগিয়ে চললেও শেষ হবে কি না, এখনো বলা যাচ্ছে না। তবে শনিবার চালু হবে কি না, সেটি আজ রাতেই জানা যাবে। 

ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে আজকের পত্রিকাকে বলেন, `কাজ চলছে। তবে আগামীকাল পুরোপুরি চালু হবে কি না, তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। আমরা চেষ্টা করছি।'

এদিকে শুক্রবার দুপুর ১২টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। 

এ সময় মন্ত্রী বলেন, রাতের মধ্যে ট্রায়াল রান করবে। আগামীকাল শনিবার থেকে হয়তো আরম্ভ হবে এবং এদিনই ফ্লাইট চালু হবে। এমনিতেই তো সময় অনেক লেগেছে, কিন্তু কাজের সময় খুব কম লাগছে। 

তাড়াতাড়ি করার ক্ষেত্রে অস্বচ্ছতা হতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, আশা করি কোনো ধরনের গাফিলতি হবে না। তবে এটি মনিটরিং করার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এ ছাড়া একটি টিম গঠন করা হয়েছে, তারা বিষয়টি দেখবে। র‍্যাপিড পিসিআর কিংবা নরমাল হোক, ব্যাপার হলো আরব আমিরাত সরকার কী চায় সেটাই বড় বিষয়। এটা তো আমাদের সমস্যা না। যেটা তারা চাইবে সেটাই হবে। বিষয় হলো দ্রুত চালু করা। সিনোফার্মের টিকা নেওয়া সৌদি আরবের যাত্রীদের বুস্টার ডোজের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। কবে নাগাদ বুস্টার ডোজ দেওয়া হবে তারাই সেটি বলতে পারবে। 

এদিকে বিমানবন্দরে করোনা পরীক্ষায় অনুমোদন পাওয়া ছয়টি ল্যাবে দিনে এক হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্টেমজ হেলথ সেন্টারের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান। তিনি বলেন, `ছয়টা ল্যাবের ১২টা মেশিনে একসঙ্গে পরীক্ষা করা যাবে। আগামীকালই আমরা চালুর চেষ্টা করছি। প্রতিবার ৯৪টি নমুনা পরীক্ষা হবে। ফল দিতে সময় লাগবে তিন ঘণ্টার মতো। দিনে ১ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছি।'

ত্রয়োদশ সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বাতিল হলো পাঁচ শতাধিক

অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি