হোম > জাতীয়

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিবিসি) প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূতকে এ পদের জন্য বিবেচনা করছে পিবিসির সদস্য রাষ্ট্রগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বিষয়ে সদস্য দেশগুলোর যথেষ্ট আস্থা রয়েছে বলেই আমাদের স্থায়ী প্রতিনিধিকে প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করছে। এখানে শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেই সঙ্গে বিভিন্ন নীতি নির্ধারিত হয়।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনকে তুলে ধরার একটি সুযোগ থাকবে। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে কারও কোনো সমস্যা বা প্রশ্ন থেকে থাকলে সেটিও আমরা ভালো করে শান্তি প্রতিষ্ঠার সভাপতি হিসেবে বলতে পারব। এ ক্ষেত্রে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলায় আলাদা সুবিধা পাবে।’

 ৩১ সদস্য নিয়ে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশন গঠিত। মূলত জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের সদস্য রাষ্ট্রকে নির্বাচিত করে থাকে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষায় বড় অর্থায়নকারী দেশগুলো এবং যেসব দেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাহিনী দিয়ে অংশগ্রহণ করে থাকে মূলত তারাই এর সদস্য।

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা