হোম > জাতীয়

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিবিসি) প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূতকে এ পদের জন্য বিবেচনা করছে পিবিসির সদস্য রাষ্ট্রগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বিষয়ে সদস্য দেশগুলোর যথেষ্ট আস্থা রয়েছে বলেই আমাদের স্থায়ী প্রতিনিধিকে প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করছে। এখানে শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেই সঙ্গে বিভিন্ন নীতি নির্ধারিত হয়।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনকে তুলে ধরার একটি সুযোগ থাকবে। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে কারও কোনো সমস্যা বা প্রশ্ন থেকে থাকলে সেটিও আমরা ভালো করে শান্তি প্রতিষ্ঠার সভাপতি হিসেবে বলতে পারব। এ ক্ষেত্রে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলায় আলাদা সুবিধা পাবে।’

 ৩১ সদস্য নিয়ে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশন গঠিত। মূলত জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের সদস্য রাষ্ট্রকে নির্বাচিত করে থাকে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষায় বড় অর্থায়নকারী দেশগুলো এবং যেসব দেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাহিনী দিয়ে অংশগ্রহণ করে থাকে মূলত তারাই এর সদস্য।

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ