নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ট্রাইব্যুনালে সদস্য হিসেবে আছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিকে আজ রাতেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।