নারীর চরত্রিহননকারী সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ও ১৪৬ (৩) ধারা বাতিল চেয়ে রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন ব্লাস্ট, আইন ও সালিস কেন্দ্র (আসক) ও নারীপক্ষ আজ রোববার এই রিট করে। চলতি সপ্তাহে এ রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
সাক্ষ্য আইনের ১৫৫ ধারার ৪ উপধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যখন বলাৎকার বা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হন, তখন দেখানো যেতে পারে যে, অভিযোগকারিনী সাধারণভাবে দুশ্চরিত্র নারী। ১৪৬ (৩) ধারায় জেরার সময় সাক্ষীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেওয়া হয়েছে।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, বিদ্যমান সাক্ষ্য অইনের ধারা ১৫৫(৪)-এর বিধান নারীর মানবাধিকারের বিরুদ্ধে, বিধায় এটি বাতিলের প্রস্তাব করা হয়েছে।