হোম > জীবনধারা > রেসিপি

ছুটির দিনে টিফিন বক্সের জাদু

ফিচার ডেস্ক, ঢাকা 

ছুটির দিনটিকে করে তুলুন সুস্বাদু।

শুক্রবার মানেই কেমন একটা ঢিলেঢালা ভাব। মনে হয়, সব খাবার বাইরে থেকে আনিয়ে খেয়ে আবার একটা ঘুম দিই। কিন্তু সব সময় তো আর সম্ভব নয়। মিলেমিশেই খেতে হবে। কখনো বাড়িতে রেঁধে, তো কখনো ইচ্ছা হলে বাইরে থেকে আনিয়ে।

তবে রান্নাটা যদি হয় মজ্জাগত, ছুটির দিনটি আপনি কাজে লাগাবেনই—জানি। মানে, একটি দিন ঘুমাবেন, না রান্না করবেন—এই মানসিক ঝগড়ায় না গিয়ে আপনি সোজা চলে যাবেন রান্নাঘরে। তারপর মনের মতো কিছু একটা রেঁধে ফেলবেন। এরপর খেয়ে সোজা ভাতঘুম। এমন হলেও কিন্তু চলে।

সবই ঠিক আছে। এই ছুটির দিনকে আরও একটু স্মরণীয় করে রাখুন টিফিন বক্সের জাদুতে। টিফিন বক্স শুধু খাবার বহনের জন্য নয়; রান্নার কাজেও ব্যবহার করে দেখুন। সত্যিই জাদু দেখিয়ে দেবে।

ছুটির দিনটি আরও উপভোগ্য করে তোলার জন্য দুটি একেবারে অফট্র্যাক খাবারের রেসিপি পাঠিয়েছেন সাবিনা ইয়াসমিন রিংকু। নিন, চেষ্টা করে দেখুন।

ভাপা মুরগি

ভাপা মুরগি।

উপকরণ

একটা টিফিন বক্স, হাড় ছাড়া বা সহ ২৫০ গ্রাম চিকেন, একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কাটা, আদা-রসুনবাটা ২ চা-চামচ, কাঁচা মরিচের বাটা, সাদা সর্ষেবাটা ১ টেবিল চামচ, পোস্তবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ, ৩টি ছোট এলাচি, সর্ষের তেল ২ টেবিল চামচ।

সাদা ভাতের সঙ্গে ভাপা মুরগির মাংস।

প্রণালি

টিফিন বক্সের মধ্যে ধুয়ে রাখা চিকেন নিয়ে তার মধ্যে সর্ষে ও পোস্তবাটা, হলুদ-মরিচগুঁড়া, লবণ এক চা-চামচ, সর্ষের তেল আর খুব অল্প একটু পানি দিয়ে ভালো করে মেখে মিনিট দশেক রেখে দিন।

এবার একটা কড়াইতে বাকি সর্ষের তেলটুকু গরম করে ছোট এলাচি ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি হালকা বাদামি করে ভেজে নিন। তার মধ্যে আদা-রসুনবাটা ও কাঁচা মরিচ বাটা দিয়ে মসলার কাঁচা গন্ধটা মেরে নিন। এরপর তেলসহ সব মসলা টিফিন বক্সের মুরগি মাংসে ঢেলে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার প্রেশারকুকারে অল্প পানি দিয়ে একটা স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা রেখে তিন বা চারটি সিটি দিয়ে নিন।

সিটি বাজলেই নামিয়ে নিয়ে ধবধবে সাদা সুগন্ধি চালের ভাতের সঙ্গে গরম-গরম খেয়ে নিন।

গন্ধরাজ ভাপা ইলিশ

গন্ধরাজ ভাপা ইলিশ।

উপকরণ

একটা স্টিলের টিফিন বক্স, ৪ টুকরা ইলিশ মাছ, সাদা সর্ষেবাটা ২ টেবিল চামচ, ১ চা-চামচ গন্ধরাজ লেবুর রস এবং পরিমাণমতো লবণ, হলুদগুঁড়া, কাঁচা মরিচ, ৪টি গন্ধরাজ লেবুর পাতা ও সর্ষের তেল।

প্রণালি

স্টিলের টিফিন বক্সের মধ্যে মাছ, সর্ষেবাটা, লবণ, হলুদগুঁড়া, লেবুর রস, সর্ষের তেল সব একসঙ্গে ভালো করে মেখে নিন। এবার লেবুর পাতাগুলো হাত দিয়ে একটু কচলে মাছের ওপর দিয়ে দিন। তাতে কাঁচা মরিচগুলো চিরে দিয়ে দিন। একটা কড়াইতে কিছুটা পানি গরম করতে দিন। টিফিন বক্সটা পানির ওপরে রেখে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিন। ১৫ মিনিট পর চুলা বন্ধ করে দিন। তারও ১৫ মিনিট পর টিফিন বক্স খুলে গন্ধরাজ ভাপা ইলিশ গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ঝটপট বানিয়ে ফেলুন চুকাই ফুলের ভর্তা

শীতে হজম ঠিক রাখতে পাতে রাখুন কলইশাক ভাজি

মিঠাই ভরা ভাপা পিঠা

আলুর ঝাল ঝাল মচমচে পাকোড়া

সিনেমা দেখতে দেখতে খেতে পারেন চিকেন কাঠি কাবাব

নতুন বছর রান্না করুন মাটন দম বিরিয়ানি

কফি দিয়ে তৈরি ডেজার্ট দিয়ে শুরু হোক নতুন বছর

বিয়ের ঘরোয়া আয়োজনে ভোজন পর্বে যা রাখতে পারেন

চ্যাপা শুঁটকির পিঠা

বড় দিনে কেক হবে না!