হোম > জীবনধারা > রেসিপি

বিকেলের নাশতায় মিষ্টিমুখ হোক পাটিসাপটা পিঠায়

ফিচার ডেস্ক, ঢাকা 

পাটিসাপটা পিঠা। ছবি: স্বপ্না মণ্ডল

বাড়িতে চালের গুঁড়া আছে? তাহলে বিকেলের নাশতা নিয়ে চিন্তা নেই। বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শিশু—বলতে গেলে সবারই প্রিয় একটি খাবার পাটিসাপটা। এই পিঠা সারা বছর খাওয়া হয়। আপনাদের জন্য পাটিসাপটা পিঠার রেসিপি ও ছবি দিয়েছেন স্বপ্না মণ্ডল।

উপকরণ

চালের গুঁড়া ২ কাপ, ময়দা আধা কাপ, লবণ পরিমাণমতো, চিনি আধা কাপ, গুঁড়া দুধ ১ কাপ, সুজি ২ টেবিল চামচ, এলাচি ২টি, তেল পরিমাণমতো।

পাটিসাপটা পিঠা। ছবি: স্বপ্না মণ্ডল

প্রণালি

প্রথমে চালের গুঁড়া, ময়দা, লবণ ও পানি একসঙ্গে মিশিয়ে ঘণ্টাখানেক রেখে দিতে হবে। ক্ষীরের জন্য চিনি, গুঁড়া দুধ, ২টি এলাচি, সামান্য লবণ, সুজি, দেড় কাপ পানি একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকুন। পানি শুকিয়ে ক্ষীর ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। চালের গুঁড়ার মিশ্রণটিতে আরও একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ফ্রাই প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে ১ চামচ চালের গুঁড়ার মিশ্রণ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ওপরে ক্ষীর দিয়ে রোল করে নামিয়ে নিন। এভাবে সব পিঠা বানিয়ে ফেলুন।

ঝটপট বানিয়ে ফেলুন চুকাই ফুলের ভর্তা

শীতে হজম ঠিক রাখতে পাতে রাখুন কলইশাক ভাজি

মিঠাই ভরা ভাপা পিঠা

আলুর ঝাল ঝাল মচমচে পাকোড়া

সিনেমা দেখতে দেখতে খেতে পারেন চিকেন কাঠি কাবাব

নতুন বছর রান্না করুন মাটন দম বিরিয়ানি

কফি দিয়ে তৈরি ডেজার্ট দিয়ে শুরু হোক নতুন বছর

বিয়ের ঘরোয়া আয়োজনে ভোজন পর্বে যা রাখতে পারেন

চ্যাপা শুঁটকির পিঠা

বড় দিনে কেক হবে না!