হোম > চাকরি > সরকারি

খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা ৯ আগস্ট

চাকরি ডেস্ক 

খাদ্য অধিদপ্তরের একটি নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এতে ২৫ ধরনের ১ হাজার ৭৯১টি শূন্য পদের মধ্যে প্রথম ধাপে ১৪ ক্যাটাগরির কারিগরি পদে আবেদনকারী প্রার্থীরা অংশ নেবেন। সূচি অনুযায়ী, আগামী ৯ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির উপপরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান, ইলেকট্রিশিয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ৯ আগস্ট বেলা ৩টা থেকে সড়ে ৪টা পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৯ জুলাই থেকে অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

বিজেএসসির অফিস সহায়ক পদের পরীক্ষার সূচি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল

জ্বালানি কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা ৩১ জানুয়ারি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম