জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) ডেটা অ্যানালিস্ট পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১৮ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন) ও জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়সাল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার (১৮ জুলাই) বেলা ৩টায় আজিমপুরে অবস্থিত ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলে অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে নিপোর্টের ওয়েবসাইটে প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।