ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডে (ডেসকো) বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২০ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মুহ. মামুনর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীরা এই পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
প্রবেশপত্র সংগ্রহ করার বিষয়ে আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
প্রবেশপত্র সংগ্রহ করতে অসুবিধার হলে ০১৭৫৫৬৩৭৫৬৮ এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রবেশপত্রে উল্লিখিত পরীক্ষার ভেন্যু ও সূচি উল্লেখ রয়েছে।