হোম > চাকরি > সরকারি

লোকবল নেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, আবেদন করুন এখনই

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। ২২ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৩টি (কম/বেশি হতে পারে)

বেতন: পবিস বেতনকাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৬,৬০০ থেকে ৪১,৯৫০ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

শিক্ষাগত যোগ্যতা: বিআরটিএ কর্তৃক প্রদত্ত মেয়াদ সমৃদ্ধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

পদের নাম: কুক কাম কেয়ার টেকার

পদসংখ্যা: ২টি (কম/বেশি হতে পারে)

বেতন: পবিস বেতনকাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা, নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

কর্মস্থল: সুনামগঞ্জ

বয়সসীমা: ১৩ জুলাই ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ নম্বর পদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। এবং টাকা জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ।

আবেদনের প্রক্রিয়া: নির্ধারিত ফরম ব্যতীত অন্য কোনো ফর্মে/সাদা কাগজে/টাইপকৃত/সরাসরি কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ যোগ্য হবে না। সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

আবেদনের শেষ সময়: ১৩ জুলাই ২০২৫

বিজেএসসির নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে ১০১ জনের চাকরি

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে ৫৭ জনের চাকরির সুযোগ

৬ পদে চাকরি দেবে বয়লার পরিদর্শকের কার্যালয়

নিয়োগ দেবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরীক্ষা ৯ জানুয়ারি

এটিইও পদের লিখিত পরীক্ষা স্থগিত

গণগ্রন্থাগার অধিদপ্তরের পরীক্ষার সূচি পরিবর্তন

যুব অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

দুদকের তিন পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ