হোম > চাকরি > সরকারি

পর্যটন করপোরেশনের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩১৯

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১ হাজার ৩১৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) খালিদ মেহেদী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো: হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-৯), সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (গ্রেড-১১), সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা (গ্রেড-১১), হিসাবরক্ষক (গ্রেড-১৩)।

১৯ জুলাই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ পর্যটন করপোরেশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৬ জুলাই সকাল ১০টায় সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্র লিখিত পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

আর ৯ম গ্রেডভুক্ত পদে প্রার্থীদের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা এবং অন্যান্য গ্রেডভুক্ত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষাসংক্রান্ত তথ্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

২৯ পদে কর্মী নেবে বিএসআরআই

ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা ২ জানুয়ারি

চট্টগ্রাম ওয়াসায় চাকরির সুযোগ

ইসলামিক ফাউন্ডেশনের ৭ পদের লিখিত পরীক্ষা ২৬ ডিসেম্বর

২০ কর্মী নেবে খুলনা বিশ্ববিদ্যালয়, ২০তম গ্রেডে বেতন

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আগামীকালের নিয়োগ পরীক্ষা স্থগিত

বিটিআরসির ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৩

বিজেএসসির ৪ পদের লিখিত পরীক্ষা ২০ ডিসেম্বর