হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জরিপে নোবেল বিজয়ী একজনেরও নাম বলতে পারেননি অর্ধেকের বেশি আমেরিকান

করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করে এবার চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েইসম্যান। সোমবার সকালে এই পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। নোবেল বিজয়ী দুজনই আমেরিকান। তাঁদের আগেও বহু আমেরিকান এই পুরস্কার পেয়েছেন। কিন্তু একটি জরিপে দেখা গেছে, নোবেল পুরস্কার পেয়েছেন এমন একজনেরও নাম জানেন না অর্ধেকের বেশি আমেরিকান। 

চলতি বছরের ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই জরিপ পরিচালনা করে দ্য অ্যাকশন নেটওয়ার্ক। জরিপটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে ২ হাজার ৩ জন প্রাপ্তবয়স্কের কাছ থেকে মত নেওয়া হয়। তাঁদের মধ্যে ৫৫ শতাংশই কোনো নোবেল বিজয়ীর নাম উল্লেখ করতে পারেননি। 

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত একজনের নাম বলতে পেরেছেন ৪৫ শতাংশ মানুষ। ২৬ শতাংশ মানুষ বলতে পেরেছেন অন্তত দুজন নোবেলজয়ীর নাম। আর তিনজন নোবেল বিজয়ী নাম বলতে পেরেছেন মাত্র ১৫ শতাংশ মানুষ। 

নোবেল বিজয়ীদের নাম জানতে চাইলে যে তিনজনের নাম সবচেয়ে বেশি শোনা গেছে তাঁরা হলেন—ম্যারি কুরি (১৯১১ সালে কেমিস্ট্রিতে), আলবার্ট আইনস্টাইন (১৯২১ সালে পদার্থবিজ্ঞানে) এবং বারাক ওবামা (২০০৯ সালে শান্তিতে নোবেল জয় করেন তিনি)। 

মজার বিষয় হলো, নোবেল জয় করেছেন এমন ব্যক্তির নাম বলতে গিয়ে অনেকেই ভুল নাম উল্লেখ করেছেন। এসব নামের মধ্যে ছিল—কবি মায়া অ্যাঙ্গেলু, রাজনৈতিক নেতা মহাত্মা গান্ধী, পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমার এবং নাগরিক অধিকার বিষয়ক অ্যাকটিভিস্ট রোসা পার্কস। 

এদিকে গত এক দশকের মধ্যে নোবেল পেয়েছেন এমন কারও নাম উল্লেখ করতে গিয়ে ৮৭ শতাংশ মানুষই ভুল উত্তর দিয়েছেন কিংবা অক্ষমতা প্রকাশ করেছেন। ১৩ শতাংশ মানুষ অন্তত একজনের নাম বলতে পেরেছেন। দুজনের নাম বলতে পেরেছেন মাত্র ৭ শতাংশ। আর তিনজনের নাম বলতে পেরেছেন ৫ শতাংশ অংশগ্রহণকারী। এ ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারীরা যাদের নাম উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে মার্কিন গীতিকার ও গায়ক বব ডিলান এবং আফগানিস্তানের মালালা ইউসুফজাই অন্যতম। 

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬ দশমিক ২ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নোবেল পুরস্কার দেওয়া উচিত। এ ক্ষেত্রে ইলন মাস্কের নাম প্রস্তাব করেছেন অন্তত ২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী।

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প