হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পদত্যাগ করলেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজ

আজকের পত্রিকা ডেস্ক­

রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিষয়টি নিশ্চিত করেছে বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএস নিউজ।

সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ১০০ দিন অতিক্রান্তের এক দিন পরই ওয়াল্টজ প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সরে দাঁড়ালেন।

কিছু দিন আগে মাইক ওয়াল্টজ ভুলক্রমে ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনের একজন সাংবাদিককে বার্তা আদান-প্রদানের মাধ্যম ‘সিগন্যাল গ্রুপে’ যুক্ত করে ফেলেন। আলোচিত ওই সিগন্যাল গ্রুপে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। এ ঘটনা প্রকাশ্যে এলে তাঁর পদে থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

এই গোপন তথ্য ফাঁস হওয়ার বিষয়টি স্বীকার করে ওয়াল্টজ বলেন, তিনি এর ‘সম্পূর্ণ দায়িত্ব’ নেবেন। যদিও ট্রাম্পের দল আগেই জানিয়েছিল, ওই চ্যাটে কোনো গোপনীয় তথ্য শেয়ার করা হয়নি, তবে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সমালোচনা বাড়ে।

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প