হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ কংগ্রেস কমিটির

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চার দফা ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছে কংগ্রেসের তদন্ত কমিটি। অভিযোগগুলো প্রমাণিত হলে ৪০ বছর পর্যন্ত জেল হতে পারে ট্রাম্পের। 

বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) কয়েক শ পৃষ্ঠার পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সোমবার (১৯ ডিসেম্বর) ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাসকিন এক বিবৃতিতে জানান, ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার বিষয়ে বিচার বিভাগকে সুপারিশ করা হয়েছে। 

অভিযোগগুলো হলো, বিদ্রোহে প্ররোচিত ও ইন্ধন দেওয়া, সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা ও মিথ্যা বক্তব্য দেওয়া। এসব অভিযোগের ভিত্তিতে বিচারকাজ সম্পন্ন ও প্রমাণিত হলে অন্তত ৪০ বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের। আর এমন হলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয় ২০২০ সালের ৩ নভেম্বর। এরপর ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। ওই দিনই ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের সমর্থকেরা। এ হামলায় কয়েকজন প্রাণ হারান। আহত হন আরও অনেকে। 

এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। হামলার ঘটনায় কংগ্রেসের পাশাপাশি বিচার বিভাগের পৃথক একটা তদন্ত চলমান রয়েছে। যদিও ক্ষমতাসীন দলের তদন্ত কমিটির এই সুপারিশ মানতে বাধ্য নয় বিচার বিভাগ। এ বিষয়ে জেমি রাসকিন রাসকিন বলেন, সুপারিশের জন্য প্রচুর প্রমাণ তাঁদের হাতে আছে। 

সোমবার কংগ্রেস কমিটির সবশেষ বৈঠকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সদস্যরা সবাই ভোট দিয়েছেন। 

এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি। তবে ট্রাম্পের এক মুখপাত্র তদন্ত কমিটির কড়া সমালোচনা করে একে গণতন্ত্রের প্রতি ‘উপহাস’ আখ্যা দিয়েছেন। 

এপস্টেইন কাণ্ড: ৩০ লাখের বেশি নতুন নথি প্রকাশ, সামনে এল হাজারো ছবি ও ভিডিও

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে মামলা

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কানাডার আলবার্টা প্রদেশের স্বাধীনতাকামীদের বৈঠক

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিতে নাখোশ ট্রাম্প, বললেন—‘খুব বিপজ্জনক’

ট্রাম্পের ভারতীয় বংশোদ্ভূত সাইবার নিরাপত্তাপ্রধান স্পর্শকাতর ফাইল আপলোড করলেন চ্যাটজিপিটিতে

পারমাণবিক চুক্তি করো, নয়তো পরের হামলাটি হবে ‘আরও ভয়াবহ’—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

মায়ের চেষ্টা ব্যর্থ করে হিমায়িত পুকুরে তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরেক নৌবহর

ট্রাম্পের নীতির বিরুদ্ধে কথা বলার সময় ইলহান ওমরের ওপর হামলা

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখ বাড়ি