হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে চোখের জলে ৯/১১ এ নিহতদের স্মরণ

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্ণ হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯ / ১১) আল-কায়েদার এ হামলায় নিহতদের স্মরণে আজ তাঁদের স্মৃতিসৌধে উপস্থিত হন স্বজনেরা। বিধ্বস্ত টুইন টাওয়ারের স্থান গ্রাউন্ড জিরোতে আয়োজিত এ অনুষ্ঠানে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। অনেকেই পরস্পরকে জড়িয়ে ধরে কেঁদেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্বামী হারানো লিসা রেইনের কাছে এই ২০ বছরকে কখনো অনন্তকাল মনে হয়, আবার কখনো মনে হয় এইতো গতকালের ঘটনা। এমন বহু পরিবারের সদস্য ছাড়াও দেশটির বর্তমান ও সাবেক বহু নেতাও এ ঘটনায় নিহতদের স্মরণ করেছেন। 

এ দিবস উপলক্ষে স্মরণ অনুষ্ঠানে ছিনতাইকৃত প্রতিটি বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক সময়ে এক মিনিট করে নীরবতা পালন করা হয়। এ উপলক্ষে পেনসিলভানিয়া একটি বিমান বিধ্বস্ত হওয়ার মাঠে বক্তৃতা দিয়েছেন হামলাকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বক্তব্যে বুশ বলেন, 'হত্যাকাণ্ড আর সাইরেনে পৃথিবী কেপে উঠেছিল, এরপর হারিয়ে যাওয়া কণ্ঠস্বর আর কখনো শোনা যাবে না। আমাদের অনুভূতির মিশ্রণ বর্ণনা করা কঠিন।' 

শনিবার সকাল ৮টা ৪৬ মিনিটে নিউইয়র্কে আনুষ্ঠানিক স্মৃতিসৌধে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথম বিমানটি ২০০১ সালের ঠিক এই সময়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে আঘাত হানে। এর পর থেকে পুরো সকাল, গ্রাউন্ড জিরো স্মৃতিসৌধে খোদাই করা ২ হাজার ৯৭৭ জনের নামের পাশে গোলাপ রেখে শ্রদ্ধা জানানো অব্যাহত ছিল। 

পরবর্তী কয়েক ঘণ্টায় আরও পাঁচবার নীরবতা পালন করা হয়। এ সময়গুলো হচ্ছে-দ্বিতীয় বিমানটি যখন দক্ষিণ টাওয়ারে বিধ্বস্ত হয়, যখন ওয়াশিংটন ডিসির ঠিক বাইরে পেন্টাগনে তৃতীয় জেট আঘাত হানে, যখন চতুর্থ বিমানটি পেনসিলভানিয়া বিধ্বস্ত হয় এবং অবশেষে যখন প্রতিটি টাওয়ার ভেঙে পড়ে। 

রাত পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি জানানো অব্যাহত থাকার কথা রয়েছে। রাতে টুইন টাওয়ার দাঁড়িয়ে থাকার স্থানে আলোর দুটি রশ্মি আকাশের ছয় দশমিক ৪ মাইল ওপরে জ্বলে ওঠে। 

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম