হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আগামী মাসে দ. কোরিয়া ও জাপান সফরে যাবেন বাইডেন

প্রতিদ্বন্দ্বী চীন ও আঞ্চলিক শত্রু উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের দুটি প্রধান এশীয় মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানে আগামী মে মাসে সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ২০ থেকে ২৪ মে পর্যন্ত এই সফরের সময় নির্ধারণ করা হয়েছে। এ সময় বাইডেন দুই দেশের নেতাদের সঙ্গে দেখা করবেন। দেশ দুটির নেতাদের সঙ্গে বাইডেন একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য তাঁর প্রশাসনের দৃঢ় প্রতিশ্রুতি এবং তাদের সঙ্গে মার্কিন জোটের চুক্তির অগ্রসরের বিষয়ে আলোচনা করবেন। 

জেন সাকি বলেছেন, দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকের সময় তিনি আমাদের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পর্ক গভীর করা, অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করবেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে বাইডেন কোয়াড গ্রুপের নেতাদের সঙ্গেও দেখা করবেন, যার মধ্যে অস্ট্রেলিয়া, জাপান ও ভারত অন্তর্ভুক্ত রয়েছে। 

বাইডেন প্রশাসন বারবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে কমিউনিস্ট চীনের উত্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক নম্বর কৌশলগত সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। 

এর আগে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পারমাণবিক কর্মসূচি বন্ধে আলোচনার প্রস্তাব দেয়। কিন্তু তিনি সেই প্রস্তাব উপেক্ষা করে এবং তাঁর পারমাণবিক কর্মসূচি দ্রুততর করার প্রতিশ্রুতি দিয়ে চলতি বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান। এর পরই বাইডেনের এই সফরের ঘোষণা এল। 

এপস্টেইন কাণ্ড: ৩০ লাখের বেশি নতুন নথি প্রকাশ, সামনে এল হাজারো ছবি ও ভিডিও

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে মামলা

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কানাডার আলবার্টা প্রদেশের স্বাধীনতাকামীদের বৈঠক

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিতে নাখোশ ট্রাম্প, বললেন—‘খুব বিপজ্জনক’

ট্রাম্পের ভারতীয় বংশোদ্ভূত সাইবার নিরাপত্তাপ্রধান স্পর্শকাতর ফাইল আপলোড করলেন চ্যাটজিপিটিতে

পারমাণবিক চুক্তি করো, নয়তো পরের হামলাটি হবে ‘আরও ভয়াবহ’—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

মায়ের চেষ্টা ব্যর্থ করে হিমায়িত পুকুরে তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরেক নৌবহর

ট্রাম্পের নীতির বিরুদ্ধে কথা বলার সময় ইলহান ওমরের ওপর হামলা

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখ বাড়ি