মিয়ানমারে যেসব ফেসবুক অ্যাকাউন্ট থেকে রোহিঙ্গাবিরোধী উসকানি দেওয়ার পর তা মুছে ফেলা হয়েছে সেগুলো প্রকাশ করতে ফেসবুককে নির্দেশ দিয়েছেন এক মার্কিন বিচারক। গোপনীয়তা রক্ষার জন্য ওই অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে, বিশ্বের শীর্ষ সামাজিক যোগযোগ মাধ্যমটির এমন যুক্তিও প্রত্যাখ্যান করেছেন আদালত।
আদেশের একটি কপি অনুযায়ী, সংখ্যালঘু মুসলিমদের ওপর দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই মামলায় তদন্তকারীদের কাছে তথ্য সরবরাহ করতে ফেসবুকের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন ওয়াশিংটনের ওই বিচারক।
এর আগে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট একটি আইনের দোহাই দিয়ে এ বিষয়ক নথি প্রকাশে অস্বীকৃতি জানায় ফেসবুক কর্তৃপক্ষ। ওই নথি প্রকাশ করা হলে তা মার্কিন আইনের লঙ্ঘন হবে বলে দাবি ছিল প্রতিষ্ঠানটির।
কিন্তু বিচারক বলেছেন, যে পোস্টগুলো মুছে ফেলা হয়েছে, তা আইনের আওতায় পড়বে না এবং ওই নথি প্রকাশ না করলে ‘রোহিঙ্গাদের বিপর্যয় আরও বাড়বে’।