হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেন তাঁর ছেলের মামলা বাতিল করায় ‘ন্যায়বিচারের গর্ভপাত’ হয়েছে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রোববার তাঁর ছেলে হান্টার বাইডেনের দুটি মামলা নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করেছেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর মধ্য দিয়ে ন্যায়বিচারের গর্ভপাত হয়েছে। অর্থাৎ, ন্যায়বিচার অপমানিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হান্টার বাইডেন কর ফাঁকি-সংক্রান্ত একটি অপরাধ স্বীকার করেছিলেন এবং আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ট্রাম্প এই সিদ্ধান্তকে ‘ন্যায়বিচারের গর্ভপাত’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি ২০২০ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার অভিযোগে কারাগারে থাকা ব্যক্তিদের দিকে ইঙ্গিত করেছেন।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘জো বাইডেনের দেওয়া ক্ষমার আওতায় কি হান্টারের পাশাপাশি (২০২০ সালের) ৬ জানুয়ারির বন্দীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বছরের পর বছর ধরে কারাবন্দী? এটি কি ন্যায়বিচারের অপব্যবহার নয়?’

এই প্রতিক্রিয়া জানানোর আগে ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন, তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসলে হান্টার বাইডেনকে ক্ষমা করা হলে তিনি বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন। অক্টোবরে কনজারভেটিভ রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হান্টার বাইডেনের ক্ষমার বিষয়টি তিনি বাতিল করে দেবেন না।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেখুন, জো বাইডেনের মতো আমি নই। তাঁরা আমার সঙ্গে যেভাবে নিষ্ঠুর আচরণ করেছে...এবং হান্টার খারাপ ছেলে, এতে কোনো সন্দেহ নেই। সে খারাপ কাজ করেছে। শুধু সেই ল্যাপটপ ফ্রম হেলটা দেখলেই হবে। কিন্তু আমি মনে করি, এটা আমাদের দেশের জন্য খুবই খারাপ।

উল্লেখ্য, চলতি মাসেই কর ফাঁকি-সংক্রান্ত মিথ্যা বিবৃতি এবং অস্ত্র মামলায় হান্টার বাইডেনের সাজা হওয়ার কথা ছিল। সেপ্টেম্বরে তিনি স্বীকার করেছিলেন, তিনি ১৪ লাখ ডলার ট্যাক্স পরিশোধে ব্যর্থ হয়েছিলেন। কারণ, সে সময় তিনি মাদক, যৌনকর্মী এবং বিলাসবহুল সামগ্রী কিনতে বিপুল অর্থ ব্যয় করছিলেন। কর ফাঁকির মামলায় ১৬ ডিসেম্বর হান্টারের সাজা ঘোষণার কথা ছিল।

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প