হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস, সন্দেহে ট্রাম্পও

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছেন। পেন্টাগনের একটি মূল্যায়ন রিপোর্ট ফাঁসের পর তাদের এই সন্দেহ প্রকাশ করলেন। ওই রিপোর্টে বলা হয়েছে, ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি হয়তো মাত্র কয়েক মাস পিছিয়েছে।

নেদার‍্যাল্যান্ডের হেগে চলমান ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা তথ্য খুব একটা পরিষ্কার নয়। গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন বলছে, আমরা নিশ্চিত নই। এটা হয়তো অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে, আবার ততটা না-ও হতে পারে।’

তবে ট্রাম্প একটু পরেই পরে আবার নিজের আগের বক্তব্যে ফিরে যান এবং দাবি করেন, ‘না, এটা ছিল খুবই ভয়াবহ। পুরোপুরি ধ্বংস—এটাই আসল।’

ফাঁস হওয়া গোপন এক মার্কিন সামরিক রিপোর্টে বলা হয়েছে, ইসফাহান, ফোর্দো ও নাতাঞ্জে মার্কিন বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করেছে, ধ্বংস নয়।

বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক প্রকল্পের মৌলিক অবকাঠামোর বেশ কিছু অংশ অক্ষত থাকতে পারে।

এ ছাড়া ট্রাম্প আবারও দাবি করেন, এই হামলা ছিল হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলার মতোই যুদ্ধ শেষ করার এক উপায়। তিনি বলেন, ফোরদো ও নাতাঞ্জে যে বাংকার-বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে, তা ছিল কার্যত যুদ্ধের ইতি টানার একটি মাধ্যম।

২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা ট্রাম্প প্রশাসন ‘পরমাণু হুমকির অবসান’ হিসেবে দাবি করেছিল। তবে বর্তমান সন্দেহ এবং স্ববিরোধী বক্তব্য মার্কিন অবস্থানকে বিভ্রান্তিকর ও অনিশ্চিত করে তুলছে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এই ঘটনায় বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ