হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফোর্বসের ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় বাংলাদেশের সাকিব জামাল

যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের মর্যাদাপূর্ণ ৩০ বছরের কম বয়সী ৩০ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ সাকিব জামাল। উত্তর আমেরিকা অঞ্চল থেকে ২০২৪ সালে ফোর্বসের এই বার্ষিক তালিকার ভেঞ্চার ক্যাপিটাল (স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে নাম এসেছে তাঁর।

বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ও প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখা সারা বিশ্বের তরুণ-তরুণীদের মধ্যে এগিয়ে থাকা ৩০ জনকে নিয়ে প্রতিবছর ‘অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রস্তুত করে ফোর্বস। এই তালিকায় আসা তরুণ-তরুণীদের বয়সও হতে হয় ৩০-এর কম।

ফোর্বসের প্রতিবেদনে সাকিব জামাল সম্পর্কে বলা হয়েছে, ক্রসবিম ভেঞ্চারস পার্টনার্সে কর্মচারী হিসেবে ২০২০ সালে যোগদানের পর থেকে ফার্মের দ্রুত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এরপর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দুটি তহবিলে যোগ হয়েছে ২৮ কোটি ডলারের মুনাফা, যাতে প্রধান ভূমিকা ছিল সাকিব জামালের।

ক্রসবিম ভেঞ্চারসের ৯টি বিনিয়োগে সরাসরি জড়িত ছিলেন সাকিব জামাল। পাশাপাশি আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। কর্মক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের জুনে দ্বিতীয় পদোন্নতি পেয়ে ফার্মটির ভাইস প্রেসিডেন্ট হন তিনি।

সাকিব জামালের জন্ম বাংলাদেশে। এ দেশে উচ্চমাধ্যমিক শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। বাংলাদেশের স্কুলগামী শিশুদের সহায়তার উদ্দেশ্যেও কাজ করছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী সাকিব জামাল।

চলতি বছরের শুরুতে ক্রেইনস নিউইয়র্ক বিজনেস ‘টোয়েন্টি আন্ডার টোয়েন্টি’ তালিকায়ও ছিলেন সাকিব জামাল।

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প