হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের ড্রোন বিশেষজ্ঞরা ক্রিমিয়ায় থেকে সাহায্য করছে রাশিয়াকে: যুক্তরাষ্ট্র 

ইরানের ড্রোন বিশেষজ্ঞরা ক্রিমিয়ায় থেকে ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাতে রাশিয়ার সামরিক বাহিনীকে সাহায্য করছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্রের বরাত দিয়ে গতকাল বিবিসি ও এএফপির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমাদের মূল্যায়ন হলো—ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ায় রয়েছেন। তাঁরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ বাহিনীকে সাহায্য করছেন।’ তিনি আরও বলেন, ‘ইরানের সামরিক বাহিনীর যেসব সদস্য ক্রিমিয়ায় আছেন, তাঁরা প্রশিক্ষক ও প্রযুক্তিসহায়ক কর্মী। তবে ড্রোনগুলো চালাচ্ছেন রুশরা। এসব ড্রোন হামলায় ইউক্রেনের বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।’

ক্রিমিয়ায় তেহরান সরাসরি যুক্ত উল্লেখ করে জন কিরবি বলেন, ‘ইউক্রেনীয় নাগরিকদের বিরুদ্ধে ব্যবহৃত ইরানের অস্ত্র-সরঞ্জামের প্রমাণ সংগ্রহ, প্রতিরোধ ও মোকাবিলায় সব উপায় অবলম্বন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়া ও ইরানের অস্ত্র ব্যবসার ওপর আরও জোরালো নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি।’

এদিকে, ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে, গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে ইরানের তৈরি কামিকাজ ড্রোন ব্যবহার করে হামলা করেছে রাশিয়া। যদিও তেহরান বরাবরই রাশিয়াকে ড্রোন সরবরাহের ব্যাপারটি অস্বীকার করেছে।

অন্যদিকে রয়টার্সের অন্য এক প্রতিবেদনে ইরানের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য গত ৬ অক্টোবর ইরান ও রাশিয়ার মধ্যে একটা চুক্তি হয়েছে বলে জানিয়েছে। এই চুক্তির পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীরা গত সোমবার ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধে তেহরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে নতুন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ এ ছাড়া এভাবে ড্রোন হস্তান্তর করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০১৫ সালের প্রস্তাবনার লঙ্ঘন বলেও উল্লেখ করেছে ফ্রান্স ও জার্মানি। তবে ইরানের একজন কূটনীতিক এমন যুক্তি প্রত্যাখ্যান করেছেন।

এপস্টেইন কাণ্ড: ৩০ লাখের বেশি নতুন নথি প্রকাশ, সামনে এল হাজারো ছবি ও ভিডিও

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে মামলা

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কানাডার আলবার্টা প্রদেশের স্বাধীনতাকামীদের বৈঠক

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিতে নাখোশ ট্রাম্প, বললেন—‘খুব বিপজ্জনক’

ট্রাম্পের ভারতীয় বংশোদ্ভূত সাইবার নিরাপত্তাপ্রধান স্পর্শকাতর ফাইল আপলোড করলেন চ্যাটজিপিটিতে

পারমাণবিক চুক্তি করো, নয়তো পরের হামলাটি হবে ‘আরও ভয়াবহ’—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

মায়ের চেষ্টা ব্যর্থ করে হিমায়িত পুকুরে তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরেক নৌবহর

ট্রাম্পের নীতির বিরুদ্ধে কথা বলার সময় ইলহান ওমরের ওপর হামলা

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখ বাড়ি