হোম > বিশ্ব > পাকিস্তান

জনগণকে সস্তায় আটা খাওয়াতে জামা-কাপড় বিক্রি করে দেব: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ খাইবার পাখতুনখাওয়া মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে আল্টিমেটাম দিয়ে বলেছেন, ‘আপনি যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১০ কেজি গমের আটার ব্যাগের দাম ৪০০ রুপিতে নামিয়ে আনতে না পারেন, তবে আমি নিজের জামা-কাপড় বিক্রি করে জনগণকে সস্তায় আটা খাওয়াব।’ গতকাল রোববার ঠাকারা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় শাহবাজ এমন কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

শাহবাজ শরিফ একই কথার পুনরুক্তি করে ওই জনসভায় বলেন, ‘আমি আবারও বলছি, প্রয়োজনে নিজের জামা-কাপড় বিক্রি করে জনগণকে কম দামে আটা খাওয়াব।’ তিনি বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে বলেন, তিনি পাকিস্তানকে সর্বকালের সর্বোচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব উপহার দিয়েছেন। ইমরান খানের সরকার ৫০ লাখ বাড়ি বানিয়ে দিতে চেয়েছিল এবং ১ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এসবের কিছুই করতে পারেনি, বরং দেশকে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। 

এদিকে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, গতকালের জনসভায় শাহবাজ শরিফ দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি আপনাদের সামনে দৃঢ়ভাবে ঘোষণা করছি যে এ দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করব।’ 

পাকিস্তানে জ্বালানি তেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। এ জন্যও তিনি ইমরান খানকে দায়ী করেন।

শাহবাজ শরিফ সম্পর্কিত আরও পড়ুন:

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া