হোম > বিশ্ব > পাকিস্তান

জনগণকে সস্তায় আটা খাওয়াতে জামা-কাপড় বিক্রি করে দেব: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ খাইবার পাখতুনখাওয়া মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে আল্টিমেটাম দিয়ে বলেছেন, ‘আপনি যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১০ কেজি গমের আটার ব্যাগের দাম ৪০০ রুপিতে নামিয়ে আনতে না পারেন, তবে আমি নিজের জামা-কাপড় বিক্রি করে জনগণকে সস্তায় আটা খাওয়াব।’ গতকাল রোববার ঠাকারা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় শাহবাজ এমন কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

শাহবাজ শরিফ একই কথার পুনরুক্তি করে ওই জনসভায় বলেন, ‘আমি আবারও বলছি, প্রয়োজনে নিজের জামা-কাপড় বিক্রি করে জনগণকে কম দামে আটা খাওয়াব।’ তিনি বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে বলেন, তিনি পাকিস্তানকে সর্বকালের সর্বোচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব উপহার দিয়েছেন। ইমরান খানের সরকার ৫০ লাখ বাড়ি বানিয়ে দিতে চেয়েছিল এবং ১ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এসবের কিছুই করতে পারেনি, বরং দেশকে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। 

এদিকে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, গতকালের জনসভায় শাহবাজ শরিফ দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি আপনাদের সামনে দৃঢ়ভাবে ঘোষণা করছি যে এ দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করব।’ 

পাকিস্তানে জ্বালানি তেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। এ জন্যও তিনি ইমরান খানকে দায়ী করেন।

শাহবাজ শরিফ সম্পর্কিত আরও পড়ুন:

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন