হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: জরুরি বৈঠকের পর তাব্রিজের উদ্দেশে মন্ত্রীরা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজের উদ্দেশে রওনা হয়েছেন। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি ঝারোমি এসব তথ্য জানিয়েছেন।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলী বাহাদুরি ঝারোমি লিখেছেন, ‘আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়। এরপর এক্সিকিউটিভ ডেপুটি প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য তাবরিজের উদ্দেশে রওনা হয়ে যান।’

আজ ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এরপর অন্তত দুই ঘণ্টায় প্রেসিডেন্টের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের বিষয়েও কিছু জানা যায়নি। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী হলো তাবরিজ শহর।

ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন। ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

দুর্ঘটনাকবলিত ওই হেলিকপ্টারে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন ছিলেন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দুর্ঘটনার কারণ বৈরী আবহাওয়া। এ কারণে উদ্ধার অভিযানও জটিল হয়ে উঠেছে। ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ সেনাবাহিনীর সমস্ত সরঞ্জাম ও সক্ষমতা এবং অভিজাত রেভল্যুশনারি গার্ডকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪