হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রমজানে মসজিদে লাইভ ও ভিডিও করা নিষিদ্ধ করল সৌদি আরব

মসজিদে নববীর। ছবি: সংগৃহীত

সৌদি আরবে আসন্ন রমজান উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে মসজিদে নামাজের সময় বিশেষ করে তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া, নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি (লাইভ) প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মসজিদগুলোর পবিত্রতা ও ইবাদতের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এসব ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। ইমাম ও ধর্মীয় নেতাদের এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং মুসল্লিদেরও যথাযথ শৃঙ্খলা ও ধর্মীয় আদব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।

প্রতিবছর রমজানের আগে সৌদি কর্তৃপক্ষ মসজিদসংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত করার জন্য এ ধরনের নির্দেশনা জারি করে থাকে।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শেখ ড. আবদুর রহমান আল সুদাইস বলেছেন, ‘এ নির্দেশনার মাধ্যমে রমজানে হজ ও ওমরা পালনকারীদের সুবিধার্থে মন্ত্রণালয় উচ্চমানের সেবা ও পরিকল্পনা বাস্তবায়ন করবে।’ তিনি আরও জানান, এসব নির্দেশনার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হবে।

আরও খবর পড়ুন:

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে