হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে প্রবেশ করে ইউটার্ন নিল দুটি জাহাজ

আজকের পত্রিকা ডেস্ক­

হরমুজ প্রণালি। ছবি: এএফপি

ইরানে মার্কিন হামলার পর হরমুজ প্রণালি এড়িয়ে চলছে তেলবাহী ট্যাংকারগুলো। এরই মধ্যে হরমুজ প্রণালি থেকে দিক পরিবর্তন করেছে দুটি বিশাল তেলবাহী জাহাজ—কোসইউসডম লেক ও সাউথ লয়্যালটি। জাহাজ দুটি প্রায় ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা রাখে।

মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে, গতকাল রোববার জাহাজ দুটি হরমুজ প্রণালিতে প্রবেশ করেছিল। পরে স্যাটেলাইট ট্র্যাকিংয়ে দেখা যায়, তারা হঠাৎ দিক পরিবর্তন করে প্রণালি ছেড়ে চলে যাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে তেল বা পণ্য পরিবহনের জন্য নতুন রুট বেছে নেওয়ার চিন্তাভাবনা শুরু হতে পারে—এই ঘটনা সেই সম্ভাবনারই প্রাথমিক ইঙ্গিত হতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বব্যাপী ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। মার্কিন জ্বালানি তথ্য সংস্থা (ইআইএ) একে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চোকপয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছে।

ইরান আগেই হুমকি দিয়েছিল, যদি তাদের ওপর সামরিক চাপ বাড়ে কিংবা যুদ্ধ শুরু হয়, তবে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। তেলবাহী জাহাজগুলোর উপসাগরীয় অঞ্চলে প্রবেশ ও প্রস্থানের একমাত্র পথ এটিই। সে ক্ষেত্রে অল্প কিছুদিনের জন্যও যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরির আশঙ্কা করা হচ্ছে।

ইরানে মার্কিন হামলার এক দিন পেরিয়েছে, এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে তেলের বাজার। যুদ্ধের আশঙ্কা এবং সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এই আতঙ্কে আজ দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।

ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের মূল তেলবাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- দুটিই আজ দিনের শুরুতে একলাফে ৪ শতাংশের বেশি বেড়ে জানুয়ারি মাসের পর সর্বোচ্চ দামে পৌঁছেছে। যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবু গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিট নাগাদ ব্রেন্টের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২০ ডলারে এবং ডব্লিউটিআই ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয় ৭৫ দশমিক ৯৮ ডলার প্রতি ব্যারেল।

আরও খবর পড়ুন:

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া