হোম > বিশ্ব > ভারত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধসে ৩৪ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতে বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে ব্যাপক বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ তিন দিনে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিনে ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশসহ অন্যান্য অঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল রোববার বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযানে নামে বিমানবাহিনী ও আসাম রাইফেলস।

উত্তর সিকিমে প্রায় ১ হাজার ২০০ পর্যটক আটকা পড়েছেন। গতকাল রোববার তাদের উদ্ধারের কথা থাকলেও নতুন করে ভূমিধসের কারণে তা সম্ভব হয়নি। গত ২৯ মে মুনশিথাংয়ে তিস্তা নদীতে একটি গাড়ি পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ৮ পর্যটকের এখনো খোঁজ মেলেনি।

মেঘালয়ের ১০টি জেলা আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরায় ১০ হাজারের বেশি মানুষ আকস্মিক বন্যার কবলে পড়েছেন। আসামে ১৯টি জেলার ৭৬৪টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার মানুষ। গতকাল রোববার আসামে আরও দুজনের মৃত্যুর পর রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

ব্রহ্মপুত্র নদের পানি ডিব্রুগড়, নিমাতিঘাটসহ বেশ কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। ১০ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে ত্রাণশিবিরে সরানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্যাদুর্গত এলাকায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি আসাম, সিকিম ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের গভর্নরের সঙ্গে কথা বলেছেন। অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ‘বিভিন্ন রাজ্যে চলমান ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে আসাম, সিকিম ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের গভর্নরের সঙ্গে কথা বলেছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছি। মোদি সরকার উত্তর-পূর্বের মানুষের পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছে।’

আসামের মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া জানিয়েছেন, রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার