হোম > বিশ্ব > ভারত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধসে ৩৪ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতে বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে ব্যাপক বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ তিন দিনে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিনে ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশসহ অন্যান্য অঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল রোববার বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযানে নামে বিমানবাহিনী ও আসাম রাইফেলস।

উত্তর সিকিমে প্রায় ১ হাজার ২০০ পর্যটক আটকা পড়েছেন। গতকাল রোববার তাদের উদ্ধারের কথা থাকলেও নতুন করে ভূমিধসের কারণে তা সম্ভব হয়নি। গত ২৯ মে মুনশিথাংয়ে তিস্তা নদীতে একটি গাড়ি পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ৮ পর্যটকের এখনো খোঁজ মেলেনি।

মেঘালয়ের ১০টি জেলা আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরায় ১০ হাজারের বেশি মানুষ আকস্মিক বন্যার কবলে পড়েছেন। আসামে ১৯টি জেলার ৭৬৪টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার মানুষ। গতকাল রোববার আসামে আরও দুজনের মৃত্যুর পর রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

ব্রহ্মপুত্র নদের পানি ডিব্রুগড়, নিমাতিঘাটসহ বেশ কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। ১০ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে ত্রাণশিবিরে সরানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্যাদুর্গত এলাকায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি আসাম, সিকিম ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের গভর্নরের সঙ্গে কথা বলেছেন। অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ‘বিভিন্ন রাজ্যে চলমান ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে আসাম, সিকিম ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের গভর্নরের সঙ্গে কথা বলেছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছি। মোদি সরকার উত্তর-পূর্বের মানুষের পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছে।’

আসামের মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া জানিয়েছেন, রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি