হোম > বিশ্ব > ভারত

ভারতে গঙ্গার ওপর নির্মাণাধীন সেতু নিমেষেই ভেঙে পড়ল

ভারতের বিহারে ভাগলপুরে গঙ্গার ওপর নির্মাণাধীন একটি সেতু ভেঙে পড়েছে। সেতু ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে একদিকের চার-পাঁচটি পিলার ভেঙে পড়ে। তারপর সেতুর অনেকটা অংশ গঙ্গায় ভেঙে পড়ে যায়।

নির্মাণাধীন এই সেতু এর আগেও ভেঙেছিল। এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এই সেতু ভাঙল। ২০১৪ সালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই সেতুর কাজ শুরু করেছিলেন। খাগারিয়া ও সুলতানগঞ্জকে একত্র করেছে এই সেতু। ২০২০ সালে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল।

জেলা প্রশাসক সুব্রত কুমার সেন বলেন, ‘আমরা সেতু ভাঙার খবর পেয়েছি। সেতুটিতে কাজ হচ্ছিল। সেখানে চার-পাঁচটি পিলার ভেঙে পড়েছে।’

সুলতানগঞ্জের জেডিইউ বিধায়ক ললিত নারায়ণ মণ্ডল বলেছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে সেতুটির উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগে তা এইভাবে ভেঙে পড়ল। খুবই উদ্বেগজনক ঘটনা।

সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা ব্রিজ তৈরির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছেন। কেন এই ঘটনা ঘটল তা জানতে চেয়েছেন। তবে ব্রিজ ভাঙার ফলে কেউ মারা যাননি বা আহত হননি।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের ছাড়া হবে না।

এদিকে বিজেপির অভিযোগ, নীতীশ কুমারের আমলে বিহারে দুর্নীতির রমরমা। এই সেতু যে ভেঙে পড়ল, তার জন্যও দুর্নীতিই দায়ী। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার মতে, ‘এটা ছিল দুর্নীতির সেতু।’

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়