হোম > বিশ্ব > ভারত

ভারতে গঙ্গার ওপর নির্মাণাধীন সেতু নিমেষেই ভেঙে পড়ল

ভারতের বিহারে ভাগলপুরে গঙ্গার ওপর নির্মাণাধীন একটি সেতু ভেঙে পড়েছে। সেতু ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে একদিকের চার-পাঁচটি পিলার ভেঙে পড়ে। তারপর সেতুর অনেকটা অংশ গঙ্গায় ভেঙে পড়ে যায়।

নির্মাণাধীন এই সেতু এর আগেও ভেঙেছিল। এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এই সেতু ভাঙল। ২০১৪ সালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই সেতুর কাজ শুরু করেছিলেন। খাগারিয়া ও সুলতানগঞ্জকে একত্র করেছে এই সেতু। ২০২০ সালে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল।

জেলা প্রশাসক সুব্রত কুমার সেন বলেন, ‘আমরা সেতু ভাঙার খবর পেয়েছি। সেতুটিতে কাজ হচ্ছিল। সেখানে চার-পাঁচটি পিলার ভেঙে পড়েছে।’

সুলতানগঞ্জের জেডিইউ বিধায়ক ললিত নারায়ণ মণ্ডল বলেছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে সেতুটির উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগে তা এইভাবে ভেঙে পড়ল। খুবই উদ্বেগজনক ঘটনা।

সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা ব্রিজ তৈরির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছেন। কেন এই ঘটনা ঘটল তা জানতে চেয়েছেন। তবে ব্রিজ ভাঙার ফলে কেউ মারা যাননি বা আহত হননি।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের ছাড়া হবে না।

এদিকে বিজেপির অভিযোগ, নীতীশ কুমারের আমলে বিহারে দুর্নীতির রমরমা। এই সেতু যে ভেঙে পড়ল, তার জন্যও দুর্নীতিই দায়ী। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার মতে, ‘এটা ছিল দুর্নীতির সেতু।’

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার