হোম > বিশ্ব > ভারত

ভারতে বাসের সিট নিয়ে ঝগড়া শেষ পর্যন্ত গড়াল ভাষা বিতর্কে

আজকের পত্রিকা ডেস্ক­

ঝগড়ার মুহূর্ত ভিডিও থেকে নেওয়া। ছবি: এনডিটিভি

ভারতের মুম্বাইয়ে সেন্ট্রাল লাইনের একটি লোকাল ট্রেনের ঘটনা এটি। গত শুক্রবার সন্ধ্যায় এই ট্রেনের ভিড়ে ঠাসাঠাসি নারী কামরায় আসন নিয়ে শুরু হয় সামান্য কথা-কাটাকাটি। কিন্তু তুচ্ছ এই ঝগড়াই শেষ পর্যন্ত রূপ নেয় তীব্র ভাষা বিতর্কে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ছয় থেকে সাতজন নারী একটি আসন নিয়ে তর্কে জড়িয়ে পড়েছেন। মুম্বাই লোকাল ট্রেনে যা খুবই স্বাভাবিক ঘটনা। তবে এ ঘটনার সময় এক নারী অপর এক যাত্রীকে মারাঠিতে কথা না বলার জন্য তীব্রভাবে সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের মুম্বাইয়ে থাকতে চাইলে মারাঠিতে কথা বলুন, না হলে বেরিয়ে যান।’

এরপর আরও কয়েকজন নারী এই বিতর্কে যুক্ত হন! এভাবে ঝগড়াটি আরও বড় আকার ধারণ করে। ঘটনাটির তদন্ত শুরু করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মহারাষ্ট্রে ভাষাভিত্তিক উত্তেজনা বেড়েই চলেছে। রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) সম্প্রতি মারাঠি ভাষাকে কেন্দ্র করে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে।

সম্প্রতি মুম্বাইয়ের ভিখরোলিতে একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে ঘিরে এক দোকানদারকে মারধর করে এমএনএস কর্মীরা। ভিডিওতে দেখা যায়, দোকানদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে।

১ জুলাই মহারাষ্ট্রের থানে এলাকায়ও এক স্ট্রিট ফুড বিক্রেতাকে মারাঠিতে কথা না বলার কারণে চড় মারা হয়। একইভাবে, পালঘর জেলায় এক অভিবাসী অটোরিকশাচালককে প্রকাশ্যে এমএনএস এবং উদ্ধব ঠাকরের শিবসেনা কর্মীরা মারধর করে।

আরেক ঘটনায়, মুম্বাইয়ের ব্যবসায়ী সুশীল কেডিয়ার অফিসে হামলা চালায় এমএনএস কর্মীরা। কারণ, সুশীল ঘোষণা করেছিলেন, তিনি মারাঠি শিখবেন না। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচ থেকে ছয়জন রাজ ঠাকরের সমর্থক ওই অফিসে ঢিল ছুড়ছেন। একজন নিরাপত্তাকর্মী থামাতে গেলেও হামলাকারীরা পুরো ব্যাগ খালি না করা পর্যন্ত থামেনি। পরে ওই ব্যবসায়ী প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন।

এই ক্রমবর্ধমান ভাষাভিত্তিক সহিংসতা নিয়ে এখন মহারাষ্ট্র রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়েছে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে