হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে, একই পরিবারের চারজনসহ নিহত ৬ 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পশ্চিম মেদিনীপুর জেলার এক জেষ্ঠ্য পুলিশ অফিসারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত দুজন। তাঁরা হলেন—অপর্ণা ও অ্যাম্বুলেন্সের চালক। তাঁর নাম এখনো জানা যায়নি। 

জেলার পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি অপর্ণা বেগ নামের এক রোগীকে নিয়ে খিরপাইয়ের একটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছিল। রোগীর পরিবারের সদস্য ও চালকসহ আটজনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কেশপুর মহাসড়কে পৌছালে সিমেন্টের ব্যাগ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।

নিহতরা হলেন—অপর্ণার মা অনিমা মল্লিক, স্বামী শ্যামপদ বাগ, কাকা শ্যামল ভুনিয়া ও খালা চন্দনা ভুনিয়া। পুলিশ জানিয়েছে, অপর্ণা ও চালক উভয়ের অবস্থা এখনও গুরুতর। চিকিৎসকেরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি আরও জানান, চালক মদ্যপ অবস্থায় ছিল কি না এবং গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ