হোম > বিশ্ব > ভারত

ভুয়া অ্যাকাউন্টে অমর্ত্য সেনের মৃত্যুর খবর, ঘোল খেল ভারত-বাংলাদেশের গণমাধ্যম 

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়েছে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বরাতে ভারতীয় ও বাংলাদেশি কয়েকটি পত্রিকার ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সুস্থ আছেন। 

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিনের নামে সম্প্রতি খোলা একটি ভুয়া এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এ খবর দেওয়া হয়। সেই টুইটের বরাত দিয়েই অমর্ত্য সেনের মৃত্যুর খবর প্রকাশ করে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম। 

ডেক্কান হেরাল্ড, ডেক্কান ক্রনিকল, জি–নিউজ এবং বিজনেস টুডের মতো সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ওই টুইটের বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়। এরপর বাংলাদেশের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে। 

এক্স প্ল্যাটফর্মের অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, এটি খোলা হয়েছে চলতি বছরে মে মাসে। ফলোয়ার ১২ হাজার ৬০০। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় টুইট করা হয়, ‘একটি হৃদয়বিদারক সংবাদ। আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। বলার ভাষা নেই।’ 

তবে এর ঘণ্টাখানেক পর ওই অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘এটি একটি ধাপ্পাবাজির অ্যাকাউন্ট, তৈরি করেছেন ইতালীয় সাংবাদিক তোমাসো দেবেনেদেত্তি।’ 

কলকাতার দৈনিক বর্তমান পত্রিকার ফটো জার্নালিস্ট ইন্দ্রজিৎ রায় ফেসবুকে খবরটি ভুয়া বলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘অমর্ত্য সেন সুস্থ রয়েছেন। যে খবর রটানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি এইমাত্র নন্দনাদিকে ফোন করেছিলাম, দিদি জানালেন বাবা সুস্থ আছেন।’ 

ইন্দ্রজিতের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, খবরটি ভুয়া। 

পরে নোবেলজয়ী অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সেন একটি পারিবারিক গ্রুপ ছবিসহ টুইট করে জানান, খবরটি সঠিক নয়। তাঁর বাবা সুস্থ আছেন। 

উল্লেখ্য, এ বছর অর্থনীতিতে নোবেল জিতেছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিন।

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি