হোম > বিশ্ব > ভারত

প্রায় দেড় বছর বাড়ি ভাড়া দেননি সোনিয়া গান্ধী

বাড়ি ভাড়া, অফিস ভাড়াসহ অনেক ভবনের ভাড়া দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি ভারতের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। মানবাধিকার কর্মী সুজিত প্যাটেলের তথ্য অধিকার আইনে দায়ের করা এক মামলার উত্তর দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আকবর রোডে অবস্থিত কংগ্রেসের প্রধান কার্যালয়ের ভাড়া ২০১৩ সাল থেকে বাকি পড়ে আছে। এই ভবনের ভাড়া বাকি পড়েছে ১২ লাখ ৬৯ হাজার ৯০২ রুপি।

একইভাবে ১০ নম্বর জনপথ রোডের সোনিয়া গান্ধীর বাসভবনের ভাড়া বাকি আছে ৪ হাজার ৬১০ রুপি। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে এই ভবনের ভাড়া পরিশোধ করা হয়েছিল। অন্যদিকে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত মহাসচিব ভিনসেন্ট জর্জের নিউ দিল্লির বাসভবনের ভাড়াও ২০১৩ সালের আগস্টের পর থেকে পরিশোধ করা হয়নি। এ ভবনের ভাড়া বাকি পড়েছে ৫ লাখ ৭ হাজার ৯১১ রুপি।

 ২০১০ সালের জুনে কংগ্রেস পার্টিকে রাউজ অ্যাভিনিউতে অফিস তৈরির জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। কংগ্রেসকে বলা হয়েছিল, ২০১৩ সালের মধ্যে আকবর রোডের অফিস এবং আরও কয়েকটি বাংলো খালি করতে হবে। তবে ভারতের পুরোনো এই রাজনৈতিক দল একাধিকবার সময়সীমা বাড়িয়ে নিয়েছে। 

সোনিয়া গান্ধী সম্পর্কিত আরও পড়ুন:

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে