হোম > বিশ্ব > ভারত

প্রায় দেড় বছর বাড়ি ভাড়া দেননি সোনিয়া গান্ধী

বাড়ি ভাড়া, অফিস ভাড়াসহ অনেক ভবনের ভাড়া দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি ভারতের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। মানবাধিকার কর্মী সুজিত প্যাটেলের তথ্য অধিকার আইনে দায়ের করা এক মামলার উত্তর দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আকবর রোডে অবস্থিত কংগ্রেসের প্রধান কার্যালয়ের ভাড়া ২০১৩ সাল থেকে বাকি পড়ে আছে। এই ভবনের ভাড়া বাকি পড়েছে ১২ লাখ ৬৯ হাজার ৯০২ রুপি।

একইভাবে ১০ নম্বর জনপথ রোডের সোনিয়া গান্ধীর বাসভবনের ভাড়া বাকি আছে ৪ হাজার ৬১০ রুপি। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে এই ভবনের ভাড়া পরিশোধ করা হয়েছিল। অন্যদিকে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত মহাসচিব ভিনসেন্ট জর্জের নিউ দিল্লির বাসভবনের ভাড়াও ২০১৩ সালের আগস্টের পর থেকে পরিশোধ করা হয়নি। এ ভবনের ভাড়া বাকি পড়েছে ৫ লাখ ৭ হাজার ৯১১ রুপি।

 ২০১০ সালের জুনে কংগ্রেস পার্টিকে রাউজ অ্যাভিনিউতে অফিস তৈরির জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। কংগ্রেসকে বলা হয়েছিল, ২০১৩ সালের মধ্যে আকবর রোডের অফিস এবং আরও কয়েকটি বাংলো খালি করতে হবে। তবে ভারতের পুরোনো এই রাজনৈতিক দল একাধিকবার সময়সীমা বাড়িয়ে নিয়েছে। 

সোনিয়া গান্ধী সম্পর্কিত আরও পড়ুন:

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি