হোম > বিশ্ব > ভারত

সাপে কাটা যুবকের শেষকৃত্য থেকে ফিরে সাপের ছোবলে ভাইয়ের মৃত্যু 

ভারতের উত্তর প্রদেশে সাপের ছোবলে মারা গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন তাঁর এক ভাই। সেই ভাইও ঘুমের মধ্যে ওই বাড়িতেই সাপের ছোবলে মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ২২ বছরের তরুণ গোবিন্দ মিশ্রা তাঁর বড়ভাই অরবিন্দ মিশ্রার (৩৮) শেষকৃত্যে যোগ দিতে লুধিয়ানা থেকে গিয়েছিলেন ভবানীপুর গ্রামে। ঘটনা গত বুধবারের। তার আগের রাতে, অর্থাৎ মঙ্গলবার রাতে অরবিন্দ মিশ্রা মারা যান সাপের কামড়ে। পরে গোবিন্দ ভাইয়ের শেষকৃত্য শেষে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লে তাঁকেও সাপে কাটে। এ সময় সাপের ছোবলের শিকার হন আরও একজন।

স্থানীয় পুলিশের কর্মকর্তা রাধা রমণ সিং বলেন, ‘গোবিন্দা মিশ্রাও ঘুমের মধ্যে সাপের ছোবলেই মারা গেছেন। তাঁর আত্মীয় চন্দ্রশেখর পাণ্ডেও (২২) সাপের ছোবল খান। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।’

পুলিশ জানিয়েছে, গোবিন্দ মিশ্রা এবং চন্দ্রশেখর পাণ্ড উভয়ই ভবানীপুর গ্রামে এসেছিলেন অরবিন্দের শেষকৃত্যে যোগ দিতে। তারা এসেছিলেন লুধিয়ানা থেকে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বিধায়ক কৈলাস নাথ শুক্লা সাপের ছোবলে নিহত দুজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার