হোম > বিশ্ব > ভারত

সাপে কাটা যুবকের শেষকৃত্য থেকে ফিরে সাপের ছোবলে ভাইয়ের মৃত্যু 

ভারতের উত্তর প্রদেশে সাপের ছোবলে মারা গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন তাঁর এক ভাই। সেই ভাইও ঘুমের মধ্যে ওই বাড়িতেই সাপের ছোবলে মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ২২ বছরের তরুণ গোবিন্দ মিশ্রা তাঁর বড়ভাই অরবিন্দ মিশ্রার (৩৮) শেষকৃত্যে যোগ দিতে লুধিয়ানা থেকে গিয়েছিলেন ভবানীপুর গ্রামে। ঘটনা গত বুধবারের। তার আগের রাতে, অর্থাৎ মঙ্গলবার রাতে অরবিন্দ মিশ্রা মারা যান সাপের কামড়ে। পরে গোবিন্দ ভাইয়ের শেষকৃত্য শেষে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লে তাঁকেও সাপে কাটে। এ সময় সাপের ছোবলের শিকার হন আরও একজন।

স্থানীয় পুলিশের কর্মকর্তা রাধা রমণ সিং বলেন, ‘গোবিন্দা মিশ্রাও ঘুমের মধ্যে সাপের ছোবলেই মারা গেছেন। তাঁর আত্মীয় চন্দ্রশেখর পাণ্ডেও (২২) সাপের ছোবল খান। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।’

পুলিশ জানিয়েছে, গোবিন্দ মিশ্রা এবং চন্দ্রশেখর পাণ্ড উভয়ই ভবানীপুর গ্রামে এসেছিলেন অরবিন্দের শেষকৃত্যে যোগ দিতে। তারা এসেছিলেন লুধিয়ানা থেকে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বিধায়ক কৈলাস নাথ শুক্লা সাপের ছোবলে নিহত দুজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার