হোম > বিশ্ব > ভারত

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ 

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপল্লেতে একটি ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। আহতদের স্থানীয় এনটিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অন্ধ্রপ্রদেশের অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত ‘অ্যাসেনশিয়া’ (Escientia) ওষুধের কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, কর্মীরা যখন মধ্যাহ্ন বিরতিতে খাওয়া-দাওয়া করছিলেন, সেই সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর ওই কারখানা থেকে আহত কর্মীদের নিয়ে হাসপাতালে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স। পুরো এলাকা তখন ধূসর ধোঁয়ায় ছেয়ে গেছে। উদ্ধারকর্মীরাও এই ধোঁয়ার মাঝে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছিলেন। 

ঘটনার পর জেলা কালেক্টর বলেছেন, ‘ঘটনাটি চুল্লি বিস্ফোরণের কারণে ঘটেনি।’ কারখানা কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের কারণেই আগুন লেগেছে। কারখানাটির দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন। 

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন। এই ঘটনা নিয়ে তিনি জেলা কালেক্টর ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ করছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। 

আগুন নেভাতে ৬টি দমকল ইউনিট মোতায়েন করা হয় এবং উদ্ধারকাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়েছে। 

কালেক্টর জানান, কারখানার ভেতরে আটকে পড়া অবস্থায় অন্তত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি