হোম > বিশ্ব > ভারত

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ 

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপল্লেতে একটি ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। আহতদের স্থানীয় এনটিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অন্ধ্রপ্রদেশের অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত ‘অ্যাসেনশিয়া’ (Escientia) ওষুধের কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, কর্মীরা যখন মধ্যাহ্ন বিরতিতে খাওয়া-দাওয়া করছিলেন, সেই সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর ওই কারখানা থেকে আহত কর্মীদের নিয়ে হাসপাতালে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স। পুরো এলাকা তখন ধূসর ধোঁয়ায় ছেয়ে গেছে। উদ্ধারকর্মীরাও এই ধোঁয়ার মাঝে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছিলেন। 

ঘটনার পর জেলা কালেক্টর বলেছেন, ‘ঘটনাটি চুল্লি বিস্ফোরণের কারণে ঘটেনি।’ কারখানা কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের কারণেই আগুন লেগেছে। কারখানাটির দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন। 

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন। এই ঘটনা নিয়ে তিনি জেলা কালেক্টর ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ করছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। 

আগুন নেভাতে ৬টি দমকল ইউনিট মোতায়েন করা হয় এবং উদ্ধারকাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়েছে। 

কালেক্টর জানান, কারখানার ভেতরে আটকে পড়া অবস্থায় অন্তত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়